শিরোনাম
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের স্পন্সর পাচ্ছে না ফিফা!

ক্রীড়া ডেস্ক

আর মাত্র ছয় মাস বাকি রাশিয়া বিশ্বকাপের। অথচ এখনো স্পন্সর প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা ৩২টি স্লটের তিন ভাগের এক ভাগও পূরণ হয়নি! এমন দাবিই করেছে ব্রিটিশ দৈনিক মিরর । ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক বাছাইয়ের সময় দুর্নীতির আশ্রয় নিয়েছিল ফিফার সদস্যরা। এছাড়া রাশিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ কেলেঙ্কারি হয়েছিল। সবমিলিয়েই স্পন্সর প্রতিষ্ঠানগুলো রাশিয়া বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। অথচ অন্যান্য বিশ্বকাপের ক্ষেত্রে দেখা গেছে, ১৮ মাস আগেই স্পন্সর প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা ৩২টি স্লট পূরণ হয়ে যায়। রাশিয়া বিশ্বকাপের ক্ষেত্রেই ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কাতার বিশ্বকাপেও এমন সমস্যা দেখা দিতে পারে মন্তব্য করেছেন ফুটবল বিশেষজ্ঞরা। শেফিল্ড হাল্লাম বিশ্ববিদ্যালয়ের ফুটবল অর্থনীতি বিশেষজ্ঞ রব উইলসন বলেছেন, ‘দুর্নীতি আর বদনামের কারণেই স্পন্সর পাচ্ছে না ফিফা। এমনকি উপযুক্ত অর্থের বিনিময়ে বিকল্পও খুঁজে পাচ্ছে না।’

 

সর্বশেষ খবর