মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফার্গুসনকে টপকে গেলেন ওয়েঙ্গার

ক্রীড়া ডেস্ক

ফার্গুসনকে টপকে গেলেন ওয়েঙ্গার

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ একটা রেকর্ড ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের। সর্বোচ্চ ৮১০ ম্যাচে তিনি ম্যানইউর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার সেই রেকর্ডটা নিজের করে নিলেন ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের কোচ হিসেবে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ৮১১ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তবে রেকর্ড গড়ার এই ম্যাচটা মোটেও সুখকর হয়নি আর্সেন ওয়েঙ্গারের। গত রবিবার ওয়েস্ট ব্রমউইচের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। জেমস ম্যাকক্লিনের আত্মঘাতী গোলে আর্সেনাল এগিয়ে গেলে রদ্রিগেজের গোলে সমতায় ফিরে ওয়েস্ট ব্রমউইচ। এই ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে অবস্থান করছে আর্সেনাল। এদিকে গত রবিবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়েই ম্যানসিটির টানা ১৮ ম্যাচ জয়ের রথ থামল। বায়ার্ন মিউনিখের রেকর্ডটা ভাঙ্গা হলো না তাদের। ইউরোপের সর্বোচ্চ পাঁচটি লিগে টানা জয়ের রেকর্ডটা ধরে রাখল বায়ার্ন মিউনিখ। জার্মানরা টানা ১৯ ম্যাচ জিতেছিল। এক ম্যাচ কম জিতে ম্যানসিটি দুইয়েই থাকল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ডটা অনেক আগেই নিজেদের করে নিয়েছিল গার্ডিওলার শিষ্যরা। আগের রেকর্ডটা ছিল আর্সেনালের (টানা ১৪ জয়)। অবশ্য ড্র করলেও ম্যানসিটি ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে।

সর্বশেষ খবর