সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ছোট কিংবা বড়দের যে কোনো ম্যাচ হোক, বাংলাদেশ-ভারত ম্যাচের আবেদন, উন্মাদনা এখন যে কোনো সময়ের চেয়েও বেশি। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচ নিয়ে সে কি দারুণ উত্তেজনা! আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের শিকার হয়েছিল টাইগাররা। এবার ছোটদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বড়দের বিশ্বকাপের প্রতিশোধের! ২৬ জানুয়ারি নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে শেষ কোয়ার্টার ফাইনাল খেলবে দুই প্রতিবেশী। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৪ জানুয়ারি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, ২৫ জানুয়ারি নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। ২৯ ও ৩০ জানুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল ৩ ফেব্রুয়ারি মাউন্ট মানগুনাইয়ে। ২০১৬ সালের সর্বশেষ যুব বিশ্বকাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। সেমিফাইনাল খেলেছিল সেবার এবং তৃতীয় হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল খেলতে পারছে না। মজার বিষয় হচ্ছে, কোয়ার্টার ফাইনালের ৮ দলের চারটিই এশিয়ার। শুধু উঠতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশ ছাড়াও বাকি তিন দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাকি চার দলের একটি স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি তিন দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আসরে সাইফ হাসান, আফিফরা খেলেছেন ‘সি’ গ্রুপে। প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয় টাইগার যুবারা। গ্রুপ শীর্ষ হতে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু ব্রুকের সেঞ্চুরিতে ৭ উইকেট হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ রানার্স আপ হয়ে মুখোমুখি হচ্ছে ভারতের। ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়াকে ১০০ রানে এবং ১০ উইকেটে পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ভারত।     

১৯৮৮ সাল থেকে যুব বিশ্বকাপ শুরু। তবে নিয়মিত ১৯৯৮ সাল থেকে। যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩ বার করে চ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া।

সর্বশেষ খবর