বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অপ্রতিরোধ্য ফেদেরার

ক্রীড়া ডেস্ক

অপ্রতিরোধ্য ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে ফেদেরার। গ্যালারিতে মুগ্ধ স্ত্রী মিরকা —এএফপি

রজার ফেদেরারের চেয়ে চার বছরের ছোট চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচ। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুজনকে দেখে বয়স বুঝা বড় কঠিন ছিল। এক প্রান্তে কোর্টজুড়ে আধিপত্য বিস্তার করে রেখেছেন ফেদেরার। তার ব্যাক হ্যান্ড, ফোরহ্যান্ডগুলো দুরন্ত গতিতে ছুটে আসছে। স্পিন বলের মতো যখন তখন বাঁক বদলে ভিন্ন দিকে ছুটছে। আর ব্যর্থতায় মন তিক্ত হয়ে উঠা বারডিচ নিজের উপর ক্ষোভ ঝারছেন। এই দৃশ্য ছিল পুরো ম্যাচজুড়ে। প্রথম সেটটা ৫৭ মিনিটে জেতার পর পরের দুই সেটে তেমন কোনো সমস্যাই হয়নি। ফেদেরার ম্যাচটা জিতলেন ৭-৬ (৭/১), ৬-৩, ৬-৪ গেমে। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ নোভাক জকোভিচকে চতুর্থ রাউন্ডে হারানো দক্ষিণ কোরিয়ার চুঙ হিউন।  শেষ ষোলোতে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে বড় অঘটনের জন্ম দেওয়া হিউন গতকাল টুর্নামেন্টের আরেক চমক যুক্তরাষ্ট্রের টিনিস স্যান্ডগ্রেনকে হারিয়েছেন। ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে জিতে প্রথম দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্রান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। আট বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গ্রান্ডস্লামের শেষ চারে উঠলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮তম এই খেলোয়াড়। এদিকে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ। প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৬-৩, ৬-২ গেমে জয় তুলে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ তারকা। ২৬ বছর বয়সী রুমানিয়ার হ্যালেপ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন জার্মান তরুণী অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইসকে ৫১ মিনিটে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন জার্মানির কারবার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর