বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাইফের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

সাইফের বিদায়

এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড খেলেই বিদায় নিল সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম লেগে মালদ্বীপের টিসি স্পোর্টসের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল চট্টগ্রামের এই ক্লাবটি। মালদ্বীপের ক্লাবটির পক্ষে গোলটি করেছিলেন কিরগিজস্তানের অ্যানাটলি ভ্লাসিচেভ। গতকাল রাতে মালদ্বীপের র‌্যাসমি ধানডু স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এবারেও ব্যর্থ হয় সাইফ স্পোর্টিং ক্লাব। চট্টগ্রামের ক্লাবটি ৩-১ ব্যবধানে পরাজয় স্বীকার করে টিসি স্পোর্টসের কাছে। ম্যাচের ২৩তম মিনিটেই অ্যানাটলি ভ্লাসিচেভের গোলে এগিয়ে যায় টিসি স্পোর্টস। তবে সাইফ ৩৩তম মিনিটের গোলে সমতায় ফিরে। ১-১ ব্যবধানে থেকেই দুই দল প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধেও দুই দল সমানতালে খেলছিল। আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছিল দু পক্ষ থেকেই। অবশ্য শেষদিকে আর তাল সামলাতে পারেনি সাইফ স্পোর্টিং ক্লাব। ৮৫ ও ৮৯ মিনিটে আরও দুটি গোল হজম করে তারা। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরও একবার দলকে এগিয়ে দেন টিসি স্পোর্টসের অ্যানাটলি। ৮৯তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কিরগিজস্তানের এই স্ট্রাইকার। ৩-১ ব্যবধানের জয় নিয়ে মালদ্বীপের টিসি স্পোর্টস প্লে-অফ রাউন্ডে পৌঁছল।  দুই লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ৪-১। এখানে তারা মুখোমুখি হবে ভারতীয় ক্লাব ব্যাঙ্গালুরুর। প্রিলিমিনারি রাউন্ডে ব্যাঙ্গালুরু ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পরাজিত করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর