শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এখনো আশাবাদী বাংলাদেশ

মেজবাহ্-উল-হক, চট্টগ্রাম থেকে

এখনো আশাবাদী বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি ছিল বাংলাদেশের বোলারদের হতাশায় মোড়ানো। সারা দিনে স্বাগতিক বোলারদের সংগ্রহ মাত্র ২ উইকেট। ধনঞ্জয় সিলভাকে সাজঘরে ফেরত পাঠানোর পর মুস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন ইমরুল ও মিরাজ —বাংলাদেশ প্রতিদিন

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে দ্বিতীয় দিন থেকেই বল ‘টার্ন’ করা শুরু করে! অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ দুই টেস্টেও এর ব্যতিক্রম হয়নি! উইকেটের আচরণের কথা চিন্তা করেই তিন স্পেশালিস্ট স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনেও বলে মুভমেন্ট নেই। উল্টো সময় যতই গড়াচ্ছে উইকেট যেন আরও ব্যাটিং স্বর্গ হয়ে যাচ্ছে! আর এই উইকেটের সুবিধা আদায় করে নিয়ে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে তৃতীয় দিন শেষে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে করেছে ৫০৪ রান। উইকেটের এমন আচরণে হতাশ স্পিনাররা। তারপরও উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের, ‘উইকেট নিয়ে আসলে আমি অজুহাত দিতে রাজি নয়। অভিযোগও করতে চাই না। হয়তো একটু বেশি ব্যাটিংবান্ধব। উইকেট যদি একটু মন্থর থাকত বা স্পিন করত তাহলে আমাদের জন্য ভালো হতো।’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ছিল বাংলাদেশের প্রাধান্য। তারপর দুই দিনের ছয় সেশনে লঙ্কানদের সামনে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ এখন লঙ্কানদের হাতে। তবে খালেদ মাহমুদ বিশ্বাস করেন, ম্যাচ এখনো হাতছাড়া হয়ে যায়নি, ‘শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে এটা বলতেই হবে। যেহেতু এখনো ৭ উইকেট আছে ওদের হাতে। খেলা দুই দিন বাকি। উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো আছে। দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাট করতে হবে। কত দ্রুত ওদের অলআউট করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। কাল (আজ) প্রথম ঘণ্টায় ২-৩টা উইকেট নিতে পারলে হয়তো আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব।’

প্রথম ইনিংসে শ্রীলঙ্কান বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। নির্দিষ্ট জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে বিপদে ফেলে দিয়েছেন। আর বাংলাদেশের বোলাররা কেবল হতাশার গান গেয়ে চলেছেন। হয়তো উইকেটে বোলারদের জন্য খুব একটা সুবিধা নেই, তারপরও মুস্তাফিজ-তাইজুলদের কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন খালেদ মাহমুদ, ‘পরিকল্পনা ছিল একদিক থেকে আমরা আক্রমণ করব, আরেকদিক থেকে রক্ষণাত্মক থাকব, সেটা হয়নি। আমরা খুব ভালো করিনি আসলে। খুব একটা সন্তুষ্ট নই আমি। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তারপরও আমরা আরও ভালো করতে পারতাম বোলিং।’

বাংলাদেশের ফিল্ডিংও যাচ্ছেতাই! লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস তার ১৯৬ রানের ইনিংসে চার চারবার নতুন জীবন পেয়েছেন। শুধু স্লিপেই তার তিনটি ক্যাচ মিস হয়েছে। এ ছাড়া একবার রানআউটের সুযোগও সৃষ্টি হয়েছিল। ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলা ধনাঞ্জয়াও বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় নতুন জীবন পেয়েছেন। খালেদ মাহমুদ বলেন, ‘টেস্ট ক্রিকেটে সুযোগ কমই আসে। আমরা যদি সুযোগগুলো নিতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। হয়তো ভাগ্যকেও পাশে পাইনি আমরা। আজকে সকালে যে ক্যাচটা দুজনের মাঝ দিয়ে গেল, সেটা হয়তো একজনের হাতে আসতে পারত। রানআউটের সুযোগ মিস করেছি আমরা। ফিল্ডিং আরও ভালো হতে পারত। ক্যাচগুলো নিতে পারতাম।’

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং নিয়েও আক্ষেপ আছে খালেদ মাহমুদের। টাইগারদের ইনিংসটা ছয় শতাধিক রানের হলে ভালো হতো বলে মনে করেন টেকনিক্যাল ডিরেক্টর, ‘আমরা সুযোগটা হাতছাড়া করেছি। প্রথম দিনে রানটা হয়তো ৪ উইকেটে ৩৭৪ না থেকে ২ উইকেট বা ৩ উইকেটে ৪৭৪ থাকতে পারত। শেষের দিকে একটা রানআউটের মূল্য দিতে হয়ে, ভুল শর্ট নির্বাচন ছিল। না হলে হয়তো ৬০০, সোয়া ছয়শর মতো করতে পারতাম আমরা। তাহলে হয়তো আরেকটু ভালো অবস্থানে থাকতাম আমরা।’

টেস্ট ক্রিকেট হচ্ছে সেশনের খেলা! প্রতিটি সেশনে সতর্ক থাকতে হয়। যে কোনো এক সেশনেই বদলে যেতে পারে ম্যাচের গতি। তাই তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও এখনো জয়ের আশা ছেড়ে দিচ্ছেন না খালেদ মাহমুদ। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই ম্যাচে এখন ড্র করাই কঠিন বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা! কেননা লঙ্কানরা ২০০ কিংবা ২৫০ রানের লিড নিলে বেশি চাপে পড়ে যাবে বাংলাদেশ। আর চাপে পড়লে টাইগারদের ব্যাটিং লাইনআপ যে ভেঙে পড়ে সেটা তো নতুন কিছু নয়। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের কথাই চিন্তা করুন! প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬০ রানেই। তাই চট্টগ্রাম টেস্টেও এখন হারের শঙ্কায় টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ৫১৩/১০, ১২৯.৫ ওভার (মমিনুল ১৭৬, মাহমুদুল্লাহ ৮২*)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫০৪/৩, ১৩৮ ওভার (ধনঞ্জয় ১৭৩, কুশল ১৯৬।

মুস্তাফিজ ১/৮৮, মিরাজ ১/৯৭, তাইজুল ১/১৪৪)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর