শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আবাহনীকে বিদায় করে আরামবাগ সেমিতে

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীকে বিদায় করে আরামবাগ সেমিতে

স্বাধীনতা কাপ টুর্নামেন্টে সেমিফাইনালে আরামবাগকে তোলার তিন নায়ক সুফিল, জুয়েল ও বাপ্পী —বাংলাদেশ প্রতিদিন

এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে ব্রাজিল, ইরান থেকে ফুটবলার এনেছে আবাহনী। ফেডারেশন কাপ ও পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর লক্ষ্য এএফসি চ্যাম্পিয়নশিপে ভালো করা। এর প্রস্তুতি হিসেবে পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী বেছে নেয় স্বাধীনতা কাপকে। মৌসুমের শেষ টুর্নামেন্টটির শিরোপা জিতলে ত্রি-মুকুট জেতা হয়ে যেত দলটি। কিন্তু তাদের সেই স্বপ্নকে জলে ভাসিয়ে দিয়েছে আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শীতের বিকালে ফেবারিট আবাহনীকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা নিয়েছে মতিঝিলপাড়ার দল আরামবাগ। জয়ের নায়ক সুফিল, জুয়েল ও বাপ্পী। সোমবার প্রথম সেমিফাইনালে আরামবাগের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিদেশি ফুটবলার নেই। পেশাদার লিগের ১২ দল স্বাধীনতা কাপে খেলছে স্থানীয় ফুটবলারদের দিয়ে। এতে সব কটি দলের মধ্যে শক্তির পার্থক্য নেই বললেই চলে। দলগুলোর মধ্যে যে শক্তির পার্থক্য নেই, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল আরামবাগ। মারুফুল হকের শিষ্যরা অলআউট ফুটবল খেলে আবাহনীকে নাস্তানাবুদ করে ছেড়েছেন। তবে ম্যাচের প্রথমার্ধের খেলা দেখে মনে হয়নি ম্যাচ শেষে বিজয়ের হাসি হেসে মাঠ ছাড়বে আরামবাগ। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে তিন গোল হবে ভাবাই যায়নি। কিন্তু আরামবাগ কাউন্টারনির্ভর ফুটবল খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। ৬৫ মিনিটে প্রথম গোল পায় আরামবাগ। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা ডিফেন্ডার আরিফের কাটব্যাকে স্ট্রাইকার আবু সুফিয়ান সুফিলের ঠাণ্ডা মাথায় প্লেসিং শট দলকে এগিয়ে নেয় (১-০)। ৮০ মিনিটে আজম খানের দৃঢ়তায় ম্যাচে ফেরা হয়নি আবাহনীর। আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান গোলরক্ষক আজম। ৮২ মিনিটে সেমিফাইনাল নিশ্চিত করে মতিঝিলপাড়ার দলটি। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে গোলসংখ্যা দ্বিগুণ করেন মোহাম্মদ জুয়েল (২-০)। ৮৫ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন শাহরিয়ার বাপ্পি (৩-০)।

সর্বশেষ খবর