শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারত-অস্ট্রেলিয়া শিরোপা যুদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জয়ের টার্গেটে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। কোয়ার্টার পর্যন্ত গিয়েছিলেন সাইফ হাসান, আফিফরা। তবে ষষ্ঠ হয়েই যুব বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টাইগার যুবাদের। আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে পর্দা নামছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের। দুই দল মাউন্ট মানগুনাইয়ে যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে। যারা শিরোপা জিতবে, তারাই হবে যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল। আজকের ফাইনালের আগ পর্যন্ত দুই দেশই শিরোপা জিতেছে তিনবার করে। ভারত ২০০০, ২০০৮ ও ২০১২ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে। অস্ট্রেলিয়া শিরোপা জিতেছে ১৯৮৮, ২০০২ ও ২০১০ সালে। এবার দুই দলই লড়াইয়ে নামছে সর্বোচ্চ চতুর্থ শিরোপা জিততে।  অবশ্য অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকে নামছে ভারতীয় যুবারা। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে ১০০ রানে জিতেছিল ভারত।

সর্বশেষ খবর