রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আশাবাদী তাইজুল

আশাবাদী তাইজুল

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ ৮১ রানে হারিয়েছে ৩ উইকেট। পরিস্থিতি এমন যে, বাংলাদেশ ইনিংস ব্যবধানেও হেরে যেতে পারে, আবার ম্যাচটি ড্র করাও অসম্ভব নয়। ম্যাচ বাঁচাতে চাইলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। যদিও পঞ্চম দিনে ব্যাটিং করা কঠিন। তার পরও ড্র করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন স্পিনার তাইজুল ইসলাম

 

প্রশ্ন : ম্যাচের যে অবস্থা দল কী ভাবছে?

তাইজুল : ভাবার অনেক কিছু আছে। আবার কিছুই নেই। আমার মনে হয় আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে, হয়তো বা ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো।

প্রশ্ন : দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে তিন উইকেট নেই! ব্যাটসম্যান ম্যাচ বাঁচানোর উইকেটে টিকে থাকার চেয়ে রান করাকেই বেশি গুরুত্ব দিয়েছে। ব্যাটিংয়ে নামার আগে ব্যাটসম্যানদের প্রতি দলের কি নির্দেশনা ছিল?

তাইজুল : যখন ব্যাটসম্যান ব্যাটিং করে, তখন খারাপ বলে রান করতেই চায়। তারা খারাপ বল করেছে। রান হয়েছে। আবার তারা ভালো বোলিংও করেছে। আমার কাছে মনে হয়, আজ যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে।

প্রশ্ন : চার উইকেট পেয়েছেন। আর বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছেন। বিষয়টা কীভাবে দেখছেন?

তাইজুল : খুব যে একটা ভালো রেকর্ড, তা মনে হচ্ছে। আমরা আরও ভালো বোলিং করলে হয়তো এই রেকর্ডের দিকে যেতে হতো না।

প্রশ্ন : বোলিং নিয়ে কতটা সন্তুষ্ট?

তাইজুল : এটা সত্যি যে, এটা ব্যাটিং উইকেট ছিল। তবে এটাও সত্য আমরা প্রত্যাশিত মাত্রার ব্যাটিং করতে পারিনি। তবে আমার মনে হয় আমরা অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলছি।

প্রশ্ন : মুশফিকের আউট নিয়ে বলেন—

তাইজুল : আসলে মনে হয়, এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের ভালো হতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর