রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুব বিশ্বকাপে ভারতের শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

যুব বিশ্বকাপে ভারতের শিরোপা

যুব বিশ্বকাপের দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে দুই দল এর আগে শিরোপা জিতেছে তিনবার করে। এবার নিউজিল্যান্ডে আসে রেকর্ড চতুর্থ শিরোপা জেতার হাতছানিতে। রেকর্ড গড়ার কাজটি করতে দুই দল গতকাল মাউন্ট মন্টোগুনাইয়ের ওভালে খেলতে নেমেছিল। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে দুই দলের লড়াইয়ে শেষ হাসিটি হেসেছে ভারত। মনজোত কারলার সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জিতে ইতিহাসের খাতায় নাম লিখে নিয়েছে ভারত। দুই দলের লিগ পর্বের লড়াইয়ে ভারতীয় যুবারা ১০০ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়েছিল অসি যুবাদের।          

প্রথম মুখোমুখিতে মনজোত কারলার ব্যাট থেকে বেরিয়েছিল ৮৬ রানের নান্দনিক ইনিংস। গতকাল চ্যাম্পিয়ন হতে খেললেন ১০১ রানের ম্যাচজয়ী ইনিংস। তার ইনিংসে ভর করে ভারতীয় যুবারা মাঠ ছেড়েছে ৬৭ বল হাতে রেখেই। চতুর্থ শিরোপা জয়ের হাতছানিতে গতকাল প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান করে অস্ট্রেলিয়া। ভারতীয় যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জোনাথন মারলো ছাড়া কোনো অসি যুবা ঠিকমত ব্যাটিং করতে পারেননি। জোনাথান একা লড়াই করে খেলেছেন ৭৬ রানের প্রত্যয়ী ইনিংস। ১০২ বলে ৬ চারে সাজানো ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ২১৬। ওপেনার জ্যাক অ্যাডওয়ার্ডস ২৮, পারাম উপ্পল খেলেন ৩৪ রানের ইনিংস। ভারতীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন ইশান্ত পোরেল, শিভা সিং, কমলেশ নাগারকুটি ও অনুকুল রায়। ভারতীয় নিয়ন্ত্রিত বোলিংয়ে অসি যুবারা শেষ ৬ উইকেট হারায় ৩৩ রানে। টার্গেট ২১৭ রান। দুই ভারতীয় যুবা ওপেনার পৃথ্বি শাহ ও মনজোত ৭২ রানের জুটি গড়েন। অধিনায়ক পৃথ্বি ব্যক্তিগত ২৯ রানে। মনজোত অপরাজিত থাকেন ১০১ রানে। তার ম্যাচসেরা ইনিংসটি সাজানো ছিল ১০২ বলে ৮ চার ও ৩ ছক্কায়। অধিনায়ক পৃথ্বির বিদায়ের পর মনজোতের সঙ্গে জুটি বাধেন টুর্নামেন্ট সেরা শুভাম গিল। দুজনে যোগ করেন ৬০ রান। টুর্নামেন্টে দারুণ খেলা শুভাম সাজঘরে ফিরেন ৩১ রানে। শেষ দিকে মনজোত অবিচ্ছিন্ন জুটি গড়েন হারভিক দেশালের সঙ্গে। দেশাল অপরাজিত থাকেন ৬৭ রানে। টুর্নামেন্ট সেরা শুভাম ১২৪ গড়ে রান করেন এক সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিসহ ৩৭২ রান। চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত অধিনায়ক পৃথ্বি বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে আনন্দ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সাফল্যের কারিগর কোচিং স্টাফদের ধন্যবাদ জানাই।’

সর্বশেষ খবর