শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুমিনুলের জন্য শ্রীলঙ্কার আলাদা পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসেও করেছেন ১০৫ রান । ম্যাচসেরাও হয়েছেন। তা ছাড়া লঙ্কানদের বিরুদ্ধে মুমিনুলের গড় ৬২। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানদের ভীষণ পছন্দ মুমিনুলের।

বাংলাদেশের কোচ থাকার সময় এই মুমিনুলকে দলে থেকে বাদ দিয়েছিলেন চন্ডিকা হাতুরাসিংহে। চট্টগ্রামে উভয় ইনিংসে সেঞ্চুরি করে জবাবটা খুবই ভালোভাবেই দিয়েছেন। চট্টগ্রামের মতো ঢাকাতেও যাতে বড় স্কোর করতে না পারে এজন্য মুমিনুল হককে নিয়ে আলাদা পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা। গতকাল সংবাদ সম্মেলনে লঙ্কান দলপতি দিনেশ চন্ডিমাল বলেন, ‘চট্টগ্রামে তিনি (মুমিনুল) অসাধারণ ব্যাটিং করেছেন। টেস্টে তিনি বরাবরই অনেক ভালো। তিনি এখন দারুণ ফর্মে আছেন। এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সোজা কথা নয়। এটা সব সময়ই বিশেষ কিছু। তাই মুমিনুলের জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে। আমি আশা করি, মাঠেই আমাদের বোলার সেটা বাস্তবায়ন করে দেখাবেন।’

চন্ডিমাল জানেন, চট্টগ্রামের মতো মিরপুরের উইকেট ব্যাটিং স্বর্গ হবে না! ত্রিদেশীয় সিরিজেই সেটা বুঝেছেন। তাই স্পিনারদের নিয়ে আলাদা প্রস্তুতি নিয়েছেন তিনি। চন্ডিমাল বলেন, ‘এখানকার উইকেট তত ভালো নয়। ত্রিদেশীয় সিরিজের সময়ই সেটা দেখেছি। রান হয় না খুব একটা। ভালো স্পিন হয়। আমরা সেভাবেই পরিকল্পনা করেছি।’

সব শেষ শ্রীলঙ্কা সফরে তাদেরকে শেষ ম্যাচে হারিয়ে ছিল বাংলাদেশ। তাই বাংলাদেশ সফরে এটা এই ম্যাচটি আপনাদের জন্য প্রতিশোধের? এই প্রশ্নে লঙ্কান দলপতি বলেন, ‘আমরা কোনো দলের বিরুদ্ধেই প্রতিশোধ নিতে চাই না। আমরা এখানে কেবল প্রতিদ্বন্দ্ব্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাই। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর ভালো খেললে ফলাফলও পক্ষে আসে।’

সর্বশেষ খবর