বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
হকির প্রস্তুতি ম্যাচ

আসছে না দক্ষিণ কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

আসছে না দক্ষিণ কোরিয়া

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৮ জনকে নিয়ে প্রাথমিকভাবে প্রস্তুতি শুরু করেন কোচ মাহবুব হারুন। এখন ২৮ জন নিয়ে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ১৮ সদস্যর চূড়ান্ত দল ঘোষণা করার কথা। মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। ১২টি দল অংশ          নেবে এখানে। চ্যাম্পিয়ন ও রানার্সআপরা জার্কাতা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। ৬ মার্চ ওমানে   উড়ে যাওয়ার কথা হারুনের শিষ্যদের।

হারুন আশাবাদী বাছাইপর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলবে। তারপরও খেলোয়াড়দের পারফরম্যান্স ঝালাই করতে কমপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। হকি ফেডারেশন চেষ্টাও চালিয়েছিল। বিশ্ব হকির অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়ার কাছে প্রস্তাব রেখেছিল ফেব্রুয়ারিতে তাদের সুবিধা বুঝে ঢাকায় তিনটি ম্যাচ খেলতে। তবে গতকাল দক্ষিণ কোরিয়া জানিয়ে দিয়েছে তাদের পক্ষে ঢাকা আসা সম্ভব নয়। কারণ সিনিয়র খেলোয়াড়রা ব্যস্ত থাকবে বিভিন্ন শিডিউলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর