বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সানচেজের জেল-জরিমানা

ক্রীড়া ডেস্ক

সানচেজের জেল-জরিমানা

চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত। কর ফাঁকির মামলায় এই শাস্তি দেওয়া হয়েছে সানচেজকে। তবে স্পেনের আইন মতে, চিলিয়ান তারকাকে কারাদণ্ড ভোগ করতে হবে না। অবশ্য সুদসহ জরিমানা দিতে হবে। ২০১২ ও ২০১৩ সালে সানচেজ ১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন সানচেজ। কর ফাঁকির অভিযোগে এরই মধ্যে মেসি এবং নেইমারকে জরিমানা করেছে স্প্যানিশ আদালত। এমনকি মরিনহোকেও জরিমানা গুনতে হয়েছে। আলেক্সিস সানচেজ ২০১১ সালে বার্সেলোনায় যোগ দেন। পেপ গার্ডিওলার আমলে তিনি জয় করেন ক্লাব বিশ্বকাপ এবং লা লিগা শিরোপা। তিন বছরে ৮৮ ম্যাচ খেলে ৩৯ গোল করেছেন তিনি বার্সেলোনার জার্সিতে। ২০১৪ সালে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেন সানচেজ। গানারদের জার্সিতে ১২২ ম্যাচ খেলে করেছেন ৬০ গোল। এই জানুয়ারিতেই তিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর