শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মিরপুরে ৩০০ রান কঠিন

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের উইকেটে রান করা কঠিন। কিন্তু এমন উইকেটেও দাপটের সঙ্গে ব্যাটিং করছেন লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। প্রথম ইনিংসে ৫৬ রান করেছিলেন তিনি।  ঘূর্ণি সহায়ক উইকেটে দ্বিতীয় ইনিংসে অপরাজিত রয়েছেন ৫৮ রানে। রোশেনের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে করেছে ২০০ রান। এখনো হাতে দুই উইকেট আছে। রোশেন এখনো ব্যাট করছেন বলেই বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় টার্গেট দাঁড় করানোর কথা ভাবছে শ্রীলঙ্কা।

সফরকারীদের লিড এখন ৩১২ রান। রোশেন মনে করেন জয়ের জন্য এই রানই যথেষ্ট। কিন্তু সময় যেহেতু আছে তাই ইনিংসটাকে আরও বড় করতে দোষ কোথায়। গতকাল ম্যাচ শেষে লঙ্কান তারকা বলেন, ‘আমি মনে করি, জয়ের জন্য এই রানই যথেষ্ট। বাংলাদেশের ব্যাটসম্যানরাও জানেন, এই উইকেটে রান করা সহজ নয়। তা ছাড়া আমাদের পরীক্ষিত বোলার রয়েছেন। রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা এমন উইকেটে দারুণ কার্যকরী। তারা দুজনই দারুণ অভিজ্ঞ। হেরাথের ঝুলিতে রয়েছে ৪০০ আন্তর্জাতিক উইকেট। আর দিলরুয়ান ঘরোয়া ক্রিকেটে ৭০০ উইকেট নিয়েছেন। এ ছাড়া লাকমল ও ধনাঞ্জয়া তো আছেনই। আমি মনে করি, আমরাই এখন ভালো অবস্থানে আছি।’

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস ২২২/১০ ও দ্বিতীয় ইনিংস ২০০/৮ ৬২ ওভার (সিলভা ৫৮*)

বাংলাদেশ : প্রথম ইনিংস  ১১০/১০ ৪৫.৪ ওভার (মিরাজ ৩৮*, ধনঞ্জয় ৩/২৫)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর