শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিরোপা জিতবে কোন দল

আরামবাগ-চট্টগ্রাম আবাহনী ফাইনালে মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা জিতবে কোন দল

মৌসুমের শেষ টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনাল আজ। গতকাল বাফুফে ভবনে চ্যাম্পিয়ন ট্রফি হাতে আরামবাগের অধিনায়ক মাহবুবুর রহমান সুফিল ও চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক আশরাফুল ইসলাম রানা —বাংলাদেশ প্রতিদিন

পেশাদার লিগের শিরোপার দাবিদার ছিল। কিন্তু ভাগ্য সঙ্গী না হওয়ায় তিনে থেকে লিগ শেষ করেছিল চট্টগ্রাম আবাহনী। দলটির শিরোপা না জেতার হতাশা ঘোচার সম্ভাবনা রয়েছে আজ। এ জন্য মৌসুমের শেষ টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা জিততে হবে। ফাইনালের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া চক্র। স্থানীয় ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপে অসাধারণ ফুটবল খেলেছে দলটি। আবাহনী, শেখ রাসেলের মতো জায়ান্টদের হারিয়ে জায়গা নিয়েছে মৌসুমের শেষ টুর্নামেন্টের ফাইনালে। মৌসুমের প্রথম শিরোপা জেতার হাতছানি রয়েছে দলটিরও। চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন। বিপরীতে আরামবাগ ঘরোয়া ফুটবলের কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল এ নিয়ে চতুর্থবার।         

পেশাদার লিগের ১২ দল খেলছে মৌসুমের শেষ টুর্নামেন্ট স্বাধীনতা কাপে। পেশাদার লিগে প্রতিটি দল ছিল বিদেশি নির্ভর। দলগুলোর মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিল মূলত বিদেশি ফুটবলাররা। ভবিষ্যতের জাতীয় দল তৈরি করতে এবং দেশের ফুটবলারদের পারফরম্যান্স যাচাই-বাছাই করতে বাফুফে কোনো বিদেশি ফুটবলারকে খেলার অনুমতি দেয়নি টুর্নামেন্টে। ফলে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। স্থানীয় ফুটবলারদের নিয়ে দলগুলোর মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটা ফাইনালই বলছে। বিশেষ করে মারুফুল হকের কোচিংয়ে তরুণ ফুটবলারদের নিয়ে গড়া আরামবাগ অসাধারণ ফুটবল খেলেছে পুরো টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালে একতরফা ম্যাচ খেলে পেশাদার ও ফেডারেশন কাপ জয়ী আবাহনীকে হারিয়েছে ৩-০ গোলে। সেমিফাইনালে ৪-২ গোলে হারায় শেখ রাসেলকে। আজ বিকাল ৪টায় ফাইনালে মারুফের শিষ্যরা কতটা ভালো ফুটবল খেলবেন, তার ওপরই নির্ভর করছে দলের শিরোপা। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর কোচিং দায়িত্ব হঠাৎ ছেড়ে দেন সাইফুল বারী টিটু। তার জায়গায় দায়িত্ব নেন জুলফিকার মাহমুদ মিন্টু। মিন্টু এক সময় মারুফুল হকের শিষ্য ছিলেন। ছিলেন সহযোগী কোচও। আজ দুই দলের লড়াইয়ের আড়ালে দুই কোচেরও দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

ফেডারেশন কাপে বন্দর নগরীর দলটি হয়েছিল রানার্স আপ। পেশাদার লিগে তৃতীয়। বিপরীতে ফেডারেশন কাপে আরামবাগের পারফরম্যান্স উল্লেখ করার মতো ছিল না। লিগে কোনোরকমে রেলিগেশন এড়িয়েছে। তারপরও মারুফের কোচিংয়ে অসাধারণ ফুটবল খেলছেন সুফিল, জুয়েল, প্রিতমরা। দলের শিষ্যদের ওপর আস্থা রেখে শিরোপা জিততে আত্মবিশ্বাসী কোচ মারুফ, ‘লিগের প্রথম লেগে আমরা ভালো করতে পারেনি। দ্বিতীয় লেগে ১৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়িয়েছি। আমি মনে করি যোগ্য দল হিসেবে স্বাধীনতা কাপের ফাইনাল খেলছি। ফাইনালে আমরাই এগিয়ে।’ শিরোপা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক সুফিলও, ‘আমাদের ফাইনাল খেলাকে অনেকে চমক বলছেন। আমি মানতে রাজি নই। এটা আমাদের পরিশ্রমের ফল।’ শিরোপা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর কোচ মিন্টুও, ‘আরামবাগ ভালো ফুটবল খেলছে। দলটির কোচ দেশসেরা মারুফ। তার টেকনিক সম্পর্কে আমার ধারণা রয়েছে। চেষ্টা থাকবে তাদের কৌশল রুখে আমাদেরটা বাস্তবায়নের। ফুটবলাররা কৌশলী ফুটবল খেললে আমরাই চ্যাম্পিয়ন হব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর