শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ওর্ডের দলে তরুণদের প্রাধান্য

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবল এখন অস্তাচলগামী। র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে একেবারে তলানিতে এসে থেমেছে। তার ওপর জাতীয় দল ২০১৬ সালের অক্টোবরের পর আর মাঠে নামেনি। অক্টোবরে ভুটানের কাছে প্লে অফে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ধাক্কায় বেশ নাকাল অবস্থা জাতীয় দলের। ওই হারের পর গত দেড় বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। অবশেষে ২৭ মার্চ লাওসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়ান কোচ হেনরি ওর্ড ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে জায়গা পেয়েছেন তরুণরা। কোচ ওর্ড যুব ফুটবলারদের পারফরম্যান্সে উদ্দীপ্ত হয়ে অনূর্ধ্ব-২৩ দলের ১২ এবং অনূর্ধ্ব-১৯ দলের ৫ জনকে জায়গা দিয়েছেন। প্রাথমিক দলের ক্যাম্প ১৩ ফেব্রুয়ারি শুরু হবে বিকেএসপিতে। ওর্ডের দলে ফিরেছেন মিডফিল্ডার জাহিদ হোসেন। যিনি পেশাদার লিগে গোল করেছেন ৪টি এবং গোল করিয়েছেন ৭টি।

প্রাথমিক দল : মাহফুজ হাসান প্রিতম, মোহাম্মদ জাহিদ, পাশবন মোল্লা, মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, তকলিস আহমেদ, বিপলু আহমেদ, মঞ্জুরুর রহমান মানিক, সাদ্দাম হোসেন অ্যানি, মিতুল হোসেন, ইয়াসিন খান, জাভেদ খান, আলি হোসেইন, ফজলে রাব্বী, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, জামাল ভূইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ স্বাধীন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আবু সুফিয়ান সুফিল, নুরুল ফয়সাল, আশরাফুল ইসলাম রানা, জাহিদ হোসেন, সুশান্ত ত্রিপুরা, মাশুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, জাফর ইকবাল ও তৌহিদুল আলম সবুজ।

সর্বশেষ খবর