শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিশ্বকাপ কর্নার

ভিএআর বিতর্ক

ভিএআর বিতর্ক

বিশ্বকাপের মাঠে ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) থাকার পক্ষেই এতদিন মত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। তবে এই নিয়ে বিতর্ক কম হচ্ছে না। অনেকেই দাবি করছেন, ভিএআর পদ্ধতি ফুটবলের গতিকে থামিয়ে দেবে। এরই মধ্যে প্রায় ১০০০ ম্যাচে ভিএআর পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। গোলের সঙ্গে জড়িত কোনো মুহূর্ত, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ইত্যাদি ক্ষেত্রে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশ্বকাপে এই প্রযুক্তির ব্যবহার রেফারিদের অনেক ভুলই শোধরাতে পারে। এতদিন ভিএআর বিশ্বকাপে থাকবে বলে ধরে নিলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফিফা সভাপতি এক বক্তব্যে বলেছেন, ‘৩ মার্চ ফিফার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে ভিএআর প্রযুক্তি সম্পর্কে।’ এই পদ্ধতি এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচ এবং ক্লাব ফুটবলে প্রয়োগ করা হয়েছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন লিগে ভিএআর প্রযুক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর