রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পরিকল্পনা ভালো ছিল না দলের

ক্রীড়া প্রতিবেদক

পরিকল্পনা ভালো ছিল না দলের

আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশের অভিষেক টেস্টে খেলেছিলেন ১৪৫ রানের নান্দনিক ইনিংস। সেটা ছিল আবার বাংলাদেশের অভিষেক সেঞ্চুরিও। জাভাগাল শ্রীনাথ, জহির খান, সুনীল জোসীদের সাঁড়াশি আক্রমণকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পাহাড়সম দৃঢ়তায় উইকেটে টিকে ছিলেন ৫৩৫ মিনিট বা প্রায় ৯ ঘণ্টা। দলের প্রয়োজনে কতটা ইস্পাতসম দৃঢ়তার পরিচয় দিতে হয়, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অভিষেক ইনিংসে সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন। গতকাল সুদূর মেলবোর্নে বসে রঙ্গনা হেরাথ ও ধনঞ্জয়ের বিপক্ষে তামিম, মুশফিক, মুমিনুল, মাহমুদুল্লাহ, ইমরুলদের অপরিকিল্পিত ব্যাটিং দেখে বিস্মিত হয়েছেন। বুঝেই পাননি এমন অসহায় আত্মসমর্পণের কারণ। মিরপুরে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানে হারের কারণ ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, পরিকল্পনার অভাবের কথা। বলেছেন, চার দিনের ব্যবধানে দুই ধরনের উইকেটে ব্যাটিং করাতেই এমন বিপর্যয়। 

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫১৩ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৭ রান করে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে সমানে সমানে লড়াই করে ড্র করে টেস্টটি। চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। মিরপুরে সেই ধরনের উইকেট না বানিয়ে স্পিনিং উইকেট বানানোকে অপরিকল্পিত চিন্তা-ভাবনা বলেন অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো বুলবুল, ‘আমি জানি না কার পরামর্শে এমন স্পিনিং উইকেট বানানো হয়েছে। স্পিনের বিপক্ষে শ্রীলঙ্কা সব সময়ই ভালো দল। আমি মনে করি মিরপুরের উইকেটের আচরণ থাকা উচিত ছিল চট্টগ্রামের মতো। চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে খেলার পর স্পিনিং উইকেটে খেলাকে আমার অপরিপক্ব চিন্তা-ভাবনা মনে হয়েছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের জন্য উইকেট বানাতে কেন গামিনিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাকে অবাক করেছে।’

প্রথম ইনিংসে শেষ ৫ উইকেট হারায় ৫ রানে। দ্বিতীয় ইনিংসেও সেই বিপর্যয়। শেষ ৬ উইকেট হারায় ২৩ রানে। ব্যাটসম্যানরা কোনো জুটিই গড়তে পারেননি। জুটি গড়তে না পারার ব্যাখ্যায় বুলবুল দোষারোপ করেন ব্যাটিং কোচকে, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেননি, এ নিয়ে দ্বিমত নেই। আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল ব্যাটসম্যানদের। আমি মনে করি ব্যাটিং কোচের টিপস দেওয়া উচিত ছিল এমন উইকেটে কিভাবে জুটি বাঁধতে হয়। আমার মনে হয়েছে, এমন উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা নিয়ে কোনো ধারণা নেই তার।’ বড় ব্যবধানে হারের পরও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন বুলবুল, ‘হারলেও আমার দৃষ্টিতে শক্তিমত্তা ও সামর্থ্যে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাদের চেয়ে আমাদের মেধাবী ক্রিকেটার বেশি।’ অপরিকিল্পত উইকেট বানানোকে দোষ দেওয়া বুলবুল মনে করেন না, চন্ডিকা হাতুরাসিংহের কৌশলের কাছে হেরেছেন মাহমুদুল্লাহরা, ‘হাতুরার কৌশলের কাছে হারেনি দল। নিজেদের ভুল পরিকল্পনার জন্য হেরেছে।’

টেস্ট সিরিজ শেষ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। বুলবুল বিশ্বাস করেন, টি-২০ সিরিজে লড়াই হবে সমানে সমান।

 

 

সর্বশেষ খবর