রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্টে বাংলাদেশ এমনভাবে নাস্তানাবুদ হয়ে গেল যেন শোক করারও সুযোগ পাচ্ছেন না টাইগাররা। পাঁচ দিনের ম্যাচ কিনা শেষ হয়ে গেল সোয়া দুই দিনেই। ২১৫ রানের লজ্জার হার। স্পিন স্বর্গে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়ার পর গতকাল টাইগারদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৩ রানেই। ক্রিকেট হচ্ছে মনস্তাত্তিক খেলা। টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের মতে, ক্রিকেট খেলা এক ধরনের জুয়ার মতো। কখনো কখনো নিজেদের শক্তিমত্তা বুঝে ‘বাজি’ ধরতে হয়। আর বাজিতে হার জিত তো থাকবেই। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ প্রায় হেরে যাওয়া ম্যাচে ড্র করেছিল। তাই ব্যাটসম্যানদের ওপর ক্যাপ্টেনের একটা আস্থা জন্মেছিল। সেই আস্থার ওপর বিশ্বাস রেখেই ঢাকায় স্পিন উইকেট চেয়েছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু ব্যাটসম্যানরা অধিনায়কের আস্থা পূরণ করতে পারেননি। সে কারণে শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনাই বুমেরাং হয়ে যায় বাংলাদেশের। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে টাইগাররা। গতকাল জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩৯ রান। উইকেট এমন আচরণ করছিল যে, বেশিক্ষণ উইকেটে টেকাই যাচ্ছিল না। তাই পরিকল্পনা ছিল যত দ্রুত সম্ভব রান করা। কিন্তু ১২৩ রানে অলআউট হয়ে গেলে বাংলাদেশ শোচনীয়ভাবে হেরে যায়।

আর সে কাজটা করতে গিয়েই বিপদে পড়ে বাংলাদেশ। তামিম ইকবাল শুরুতেই আউট হয়ে যান। তারপর ইমরুল কায়েস ও মুমিনুল মিলে গড়েন ৪৬ রানের জুটি। দুজনেই দারুণ ব্যাটিং করছিলেন। কিন্তু হঠাৎ ভুল করে বসেন ইমরুল। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে আগের ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়ে যান। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষের ছয় ব্যাটসম্যান তো দুই অঙ্কের কোটাতেও পৌঁছাতে পারেননি। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে জয়ের উৎসবে মেতে উঠে শ্রীলঙ্কা। এই জয়ে ১-০তে সিরিজে নিজের করে নিল লঙ্কানরা। দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। সিরিজ সেরাও হয়েছেন এই লঙ্কান তারকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর