মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জুভেন্টাস-টটেনহ্যাম মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাস-টটেনহ্যাম মুখোমুখি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগ খেলতে আজ মাঠে নামছে ফেবারিট ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস। পেপ গার্ডিওলার শিষ্যরা সুইস ক্লাব এফসি ব্যাসেলের মুখোমুখি হচ্ছে অ্যাওয়ে ম্যাচে। অন্যদিকে নিজেদের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সুইস ক্লাব এফসি ব্যাসেলের সঙ্গে ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো মাঠে নামছে। তবে পেপ গার্ডিওলা এই দলের মুখোমুখি হয়েছেন বার্সেলোনার কোচ হিসেবে। ২০০৮-০৯ মৌসুমে ব্যাসেলকে হারিয়ে কেবল গ্রুপ পর্বই পাড়ি দেয়নি তার দল সেবার চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছিল। গার্ডিওলার দল এবার কোথায় যাবে বলা কঠিন। ব্যাসেলের বিপক্ষে অবশ্য ম্যানসিটিই ফেবারিট। জয়ের ধারাতেই আছে তারা। দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। দিন কয়েক আগেই তিনি চার গোল করেছেন লিস্টার সিটির বিপক্ষে। আজও আগুয়েরোর দারুণ পারফরম্যান্স দেখতে পারে ভক্তরা।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে জুভেন্টাস-টটেনহ্যাম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের দারুণ রেকর্ড রয়েছে। দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাতবার রানার্সআপ হয়েছে তারা এই টুর্নামেন্টে। অন্যদিকে টটেনহ্যাম একবারই সেমিফাইনাল খেলেছে এই টুর্নামেন্টে ১৯৬২ সালে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের দেখা না হলেও সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে জুভেন্টাস-টটেনহ্যাম। ২০১৬ সালে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছিল টটেনহ্যামকে। গত বছর টটেনহ্যাম জিতেছিল ২-০ গোলে। দুটি দলই বর্তমান ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত খেলছে। টটেনহ্যাম তো দিন কয়েক আগেই হারিয়েছে আর্সেনালকে। হ্যারি কেইন অসাধারণ ফুটবল খেলছেন। জুভেন্টাসও দারুণ ছন্দে আছে। টানা ১১ ম্যাচ জয় করেছে তারা। লড়াইটা আজ বেশ জমবে।

সর্বশেষ খবর