বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ কর্নার

কুকুরপ্রেমীদের ভয়

সোচিতে ২০১৪ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানের আগেই রুশ কর্তৃপক্ষ রাস্তার কুকুর নিধন করেছিল। সেই নিয়ে সমালোচনার কমতি ছিল না। আরও একবার কুকুরপ্রেমীরা ভয়ে আছে। এবারও কী রুশ কর্তৃপক্ষ কুকুর নিধনে নামবে! আগামী জুনে রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই শহরগুলোতে অন্তত ২০ লাখ কুকুর আছে বলে ধারণা করা হচ্ছে। এই কুকুরগুলোকে সাময়িকভাবে নিরাপত্তা ছাউনিতে নেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ভিটালি মুটকো। কিন্তু প্রতিটা শহরেরই নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। অনেক শহরেরই পর্যাপ্ত বাজেট নেই। এ কারণে, নিরাপত্তা ছাউনিতে না নিয়ে কুকুর নিধনের শিকার হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপের বেশ কয়েকটা শহরের কর্তৃপক্ষ নাকি এরই মধ্যে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে, কুকুর সরিয়ে নেওয়ার জন্য।

 

ইনফ্যান্টিনোর প্রশংসা

কয়েক মাস পরই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে তর্ক-বিতর্ক অনেক হয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো ২১তম বিশ্বকাপের আয়োজন নিয়ে খুবই আশাবাদী। বেশ কয়েকবারই তিনি রাশিয়ার বিশ্বকাপ প্রস্তুতির প্রশংসা করেছেন। গত পরশু আরও একবার একই মন্তব্য করলেন ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা এই গ্রীষ্মে রাশিয়ায় দারুণ একটি বিশ্বকাপ দেখতে পাব।’ পুতিনের সঙ্গে দেখা করতে ফিফা প্রেসিডেন্ট সোমবার ক্রেমলিনে এসেছিলেন। দুজনের দেখা হওয়ার কথা ছিল সোচিতে পুতিনের বাড়িতে। কিন্তু রাশিয়ায় এক প্লেন দুর্ঘটনার ঘটনায় পুতিনকে মস্কোতেই থাকতে হয়েছিল। তিনি বিশ্বকাপের সময় নিরাপত্তার দিকটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ইনফ্যান্টিনো রাশিয়ার বিশ্বকাপ প্রস্তুতির প্রশংসা করলেও এখনো অনেক কাজ বাকি আয়োজকদের। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামের বেশ কয়েকটাতেই শেষ মুহূর্তের কাজ চলছে।         

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর