বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেষ আটে ম্যানসিটির এক পা

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। গত মঙ্গলবার সুইস ক্লাব এফসি ব্যাসেলের মাঠে ৪-০ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানসিটি। দারুণ এ জয়ের পর দ্বিতীয় লেগটা আনুষ্ঠানিকতারই হয়ে গেল!

গত মঙ্গলবার মাঠে নেমেই দুর্দান্ত খেলতে শুরু করে ম্যানসিটি। ম্যাচের ১৪তম মিনিটেই গুনডোগানের গোলে এগিয়ে যায় পেপ গার্ডিওলার দল। এরপর বার্নার্ডো সিলভার ১৮তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় গার্ডিওলার শিষ্যরা। ২৩তম মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে জয় প্রায় নিশ্চিত করে নেয় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে আরও একটি গোল করেন গুনডোগান। ৪-০ গোলের দারুণ এ জয়ের পর গুনডোগান বলেন, ‘ম্যাচের ফলাফলটা দারুণ। তবে আমাদেরকে আরও উন্নতি করতে হবে।’

ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলা বলছেন, ‘শেষ ষোলতে অ্যাওয়ে ম্যাচে এমন ফল সত্যিই দারুণ। এখন আমরা প্রায় কোয়ার্টার ফাইনালে। তবে এখনো ব্যাসেলের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ পুরোপুরিই রয়েছে।’

সার্জিও আগুয়েরো ক্যারিয়ারের সবচেয়ে দারুণ একটা মৌসুম কাটাচ্ছেন। ২০১৮ সালে তিনি ১১ ম্যাচে ১৪ গোল করলেন। গার্ডিওলা দারুণ একটা দল গড়ে তুলেছেন। ম্যানসিটিতে প্রথম মৌসুমটা ভালো না কাটলেও এবার তিনি ক্যারিশমা দেখিয়ে চলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা অনেক আগেই প্রায় নিশ্চিত করে নিয়েছেন। লিগ কাপে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এফএ কাপেও এগিয়ে চলেছে শিরোপার দিকে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপার দিকে ছুটছে পেপ গার্ডিওলার দল।

প্রথম লেগে ৪-০ গোলের জয় ম্যানসিটির কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে। সুইস ক্লাব এফসি ব্যাসেলের বিপক্ষে নিজেদের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নামবে ম্যানসিটি ৭ মার্চ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর