রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সোনা জিতলেন সাফোয়ান

ক্রীড়া প্রতিবেদক

সোনা জিতলেন সাফোয়ান

বক্সিংপ্রেমীদের সবার নজর ছিল আল সাফোয়ান উদ্দীনের দিকে। ইংল্যান্ড প্রবাসী এই বক্সার ৬০ কেজিতে সোনা জিততে পারবেন কি না, এ নিয়ে উত্স্যুক ছিলেন সবাই। হতাশ করেননি সাফোয়ান। জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে নেমে জিতেছেন সোনা। রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের পক্ষে খেলতে নেমে ইংল্যান্ড প্রবাসী বক্সার হারিয়েছেন বাংলাদেশ আনসারের রাকিব শেখকে। তিন দিনব্যাপী ওয়ালটন জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে গতকাল। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সোনা জিতেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়া আল আমিন। বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার সোনা জিতেছেন ৬৪ কেজি ক্যাটাগরিতে। কমনওয়েলথ গেমসগামী দলের অন্য সদস্য রবিন মিয়া জিতেছেন ছিলেন ব্রোঞ্জ। গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনীর বক্সাররা জিতেছে ৬টি সোনা। আনসারের মেয়ে বক্সাররা জিতেছে ৩টি সোনা। চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে ৯ এবং মহিলা বিভাগে ৪ ক্যাটাগরিতে অংশ নেন ২৬ বক্সার। বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আজিজ আহমেদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর