রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আবাহনীর জয়রথ ছুটছেই

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর জয়রথ ছুটছেই

ঢাকা প্রিমিয়ার লিগে জিতেই চলেছে ঢাকা আবাহনী। টানা চতুর্থ জয় পেয়েছে ধানমন্ডির দলটি। গতকাল আবাহনী ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জকে। লিগে দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ও প্রাইম দোলেশ্বর। গাজী গ্রুপকে ৫৫ রানে হারিয়েছে কলাবাগান, ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে দোলেশ্বর।

আবাহনীর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৪৭ রান করে রূপগঞ্জ। ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেন আবদুল মজিদ। আবাহনীর পেসার তাসকিন আহমেদ ৬১ রানে নিয়েছেন তিন উইকেট। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জিতে যায় আবাহনী। হাফ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও সাইফ হাসান।

কলাবাগান ক্রীড়া চক্রকে মাত্র ২৩২ রানে আটকে দিয়েও জিততে পারেনি গাজী গ্রুপ। আকবরের অলরাউন্ড পারফরম্যান্সে গাজীকে ৫৫ রানে হারিয়েছে কলাবাগান। ব্যাট হাতে ৮০ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়েছেন আকবর। গাজীর হয়ে ইমরুল কায়েস খেলেছেন ৭৮ রানের দারুণ এক ইনিংস। কিন্তু তাকে আর কোনো ব্যাটসম্যান সঙ্গ দিতে পারেননি।

দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে মাত্র ২১৪ রানেই আটকে দিয়েছিল প্রাইম দোলেশ্বর। তারপর দলটি জয় তুলে নিয়েছে ৬ উইকেট হাতে রেখেই। ব্রাদার্সের হয়ে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মিজানুর। তিনটি করে উইকেট নিয়েছেন প্রাইমের দুই বোলার রায়ান টেন ডেসকাট ও ফজলে মাহমুদ। গতকাল ব্যাট হাতেই উজ্জ্বল ছিলেন ফজলে। ৭৩ রানের দারুণ ইনিংস খেলেছেন। অলরাউন্ড পারফর্ম করে দলকে জিতিয়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফজলে মাহমুদ।

গতকালকের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দোলেশ্বর। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬। শীর্ষে রয়েছে ঢাকা আবাহনী। তাদের পয়েন্ট ৮।

 

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী-রূপগঞ্জ

রূপগঞ্জ ২৪৭/৮ (৫০ ওভার) (মজিদ ৮৯, রসুল ৩৩, মোশাররফ ২৯, নাজমুল ২৯; তাসকিন ৩/৬১, মিরাজ ২/২৫, সানজামুল ২/২৭)।

আবাহনী ২৫৩/৫ (৪৮ ওভার) (সাইফ ৭৮, বিজয় ৭৭, নাসির ৩৪; মোশাররফ ২/৪১, আশিকুজ্জামান ১/২৩, আসিফ ১/৪৯)

ফল : আবাহনী ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সাইফ হাসান।

 

কলাবাগান কেসি - গাজী গ্রুপ

কলাবাগান ২৩২/৭ (৫০ ওভার) (আকবর ৮০, তাইবুর ৫০, মাহমুদুল ৩৪; ডলার ২/৩৬, ভাটিয়া ২/৩৫, রাব্বী ২/৫৭)

গাজী গ্রুপ ১৭৭/১০ (৪৫.১ ওভার) (ইমরুল ৭৪, নুরুজ্জামান ২৯, জহুরুল ১৭; আকবর ৪/৩৫, মাহমুদুল ২/২৯, সনজিত ২/৩৪)

ফল : কলাবাগান কেসি ৫৫ রানে জয়ী।

ম্যাচসেরা : আকবর-উর-রেহমান।

 

প্রাইম দোলেশ্বর - ব্রাদার্স ইউনিয়ন

ব্রাদার্স ২১৪/১০ (৪৬.৫ ওভার) (মিজানুর ৭১, ইয়াসির ৪৪, মাইশুকুর ২৮; ডেসকাট ৩/৩৮, ফজলে ৩/৪৯, ফরহাদ ২/২৬)

দোলেশ্বর ২১৫/৪ (৪৭.৫ ওভার) (ফজলে ৭৩, লিটন ৪৩, মার্শাল ৪৩, ইমতিয়াজ ৩৯; কাপালি ৩/৪৭, নিহাদুজ্জামান ১/৩৯)

ফল : প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ফজলে মাহমুদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর