বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ কর্নার

ট্রফি ফিলিস্তিনে

হাজার হাজার ফিলিস্তিনি ফুটবলভক্ত গত সোমবার ফুটবল বিশ্বকাপের সোনার ট্রফি দেখার সুযোগ পেয়েছে। রামাল্লার কাছে একটি স্থানে বিশ্বকাপ ট্রফি দেখানোর ব্যবস্থা করা হয়। এএফপি আয়োজক সূত্রে জানিয়েছে, ১০ হাজার ফুটবলভক্ত এই ট্রফি দেখার সুযোগ পায়। দ্বিতীয়বারের মতো কোনো বিশ্বকাপ ট্রফি ফিলিস্তিনে গেল। গত সোমবারই বিকালে বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণ সূচির তালিকায় থাকা জর্ডানে চলে গেছে। এরপর ট্রফি যাবে দুবাইতে। এর আগে ইসরাইলেও ভক্তরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেয়েছেন। আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ। এর আগে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে ট্রফি। মধ্য এশিয়া ও মধ্য প্রাচ্য ভ্রমণ শেষ করে ইউরোপে যাবে সোনার ট্রফি।

হটলাইন

রাশিয়া বিশ্বকাপে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে কঠোর পরিশ্রম করছে কর্তৃপক্ষ। হোটেল ভাড়া এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন মাত্রাতিরিক্ত বাড়তে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছে রাশিয়ার কনজিউমার ওয়াচডগ রসপত্রেবনাদজর। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশ্বকাপ উপলক্ষে হটলাইন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস এই তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে রসপত্রেবনাদজর জানিয়েছে, ‘হটলাইন চালু করা হবে। যেখানে বিশ্বকাপ চলাকালীন ভুক্তভোগীরা অভিযোগ করতে পারবেন।’ অভিযোগ হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১তম বিশ্বকাপ। অন্তত ১৫ লাখ ফুটবল সমর্থক আগামী জুন-জুলাইয়ে রাশিয়া ভ্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর