বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেষ আটে বায়ার্ন!

ক্রীড়া ডেস্ক

শেষ আটে বায়ার্ন!

আরও একটা লেগ খেলা বাকি। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ধরেই নেওয়া যায়। প্রথম লেগে ব্যভারিয়ানরা অ্যালাইঞ্জ অ্যারিনায় ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তুর্কি ক্লাব বেসিকতাসকে। জার্মান তারকা থমাস মুলার ও পোলিশ তারকা রবার্ট লিওয়ান্দোভস্কি দুটি করে গোল করেছেন বায়ার্ন মিউনিখের পক্ষে। এছাড়াও একটি গোল করেছেন ফ্রান্সের কিংসলি কোম্যান। দারুণ এ জয়ের পর নিশ্চিন্তে দ্বিতীয় লেগ খেলতে যাবে বায়ার্ন মিউনিখ। অবশ্য বেসিকতাসের এত বড় ব্যবধানে পরাজয়ের পেছনে কারণ আছে। ম্যাচের ১৬তম মিনিটেই ডমাগজ ভিডা লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রায় পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে তুর্কি ক্লাব বেসিকতাস। এর ভয়াবহ পরিণামটাও দেখেছে তারা। ১৪ মার্চ বেসিকতাসের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে প্রায়ই দেখা যায় জার্মান জায়ান্টদের। চলতি মৌসুমে তারা আরও দুর্দান্ত খেলছে। ফেবারিটের তালিকায়ও আছে বায়ার্ন। তাছাড়া বুন্দেসলিগায় মৌসুমের অর্ধেক পথ যেতে না যেতেই শিরোপা অনেকটা নিশ্চিত করে নিয়েছে তারা। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েও এগিয়ে চলেছে। সর্বশেষ বায়ার্ন মিউনিখ ইউরোপ সেরার মুকুট জিতেছিল ২০১৩ সালে। বুরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে। এবার অবশ্য ফেবারিটের তালিকায় বার্সা এবং রিয়ালের সঙ্গে আছে পিএসজিও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর