শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ম্যানইউকে রুখে দিল সেভিয়া

ক্রীড়া ডেস্ক

ম্যানইউকে রুখে দিল সেভিয়া

এডুইন ভ্যান ডার সার নেই। প্রিয় ম্যান ইউনাইটেডকে ছেড়ে এখন অবসরে সময় কাটাচ্ছেন ভ্যান ডার সার। অবসরে থাকলেও ছায়া রেখে গেছেন। ডাচ ভদ্রলোক নিজেকে ছায়া হিসেবে ম্যান ইউতে রেখে গেছেন ডেভিড ডি গিয়াকে। পূর্বসূরির পথ অনুসরণ করে পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১৬-এর প্রথম লেগে ম্যান ইউকে একাই বাঁচালেন। এক নয়-দুটি নয়, আট আটটি নিশ্চিত গোল সেভ করে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যান ইউকে। পুরো ম্যাচে একচেটিয়া খেলেও ঘরের মাঠে জয় পায়নি স্পেনিশ ক্লাব সেভিয়া। গোলশূন্য ড্র করেছে ম্যান ইউর সঙ্গে। চ্যাম্পিয়ন লিগের আরেক ম্যাচে রোমার বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শাখতার দোনেত্স্ক।      

স্যার আলেক্স ফার্গুসনের সরে দাঁড়ানোর পর বেশ কয়েকজন কোচের তত্বাবধানে খেলছে ম্যান ইউ। কিন্তু সাফল্য বলতে তেমন কিছুই নেই। বাধ্য হয়ে গত মৌসুমে উড়িয়ে আনে ফুটবল বিশ্বের সবচেয়ে টেকনিক্যাল কোচ বলে পরিচিত জোসে মরিনহোকে। তারপরও ভাগ্য খুলেনি দলটির। গত চার বছরে এই প্রথম নক আউট পর্ব খেলছে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে কিনা, এখনো নিশ্চিত নয়। তবে ১৩ মার্চ ফিরতি লিগের খেলা নিজের মাটিতে, সেটাই ভরসা মরিনহোর দলে। ন্যূনতম ব্যবধানে জিতলেই কোয়ার্টার ফাইনালে খেলবে। পরশু রাতে সেভিয়ার মাঠে ছায়া হয়ে খেলেছে ইংলিশ ক্লাবটি। আক্রমণের পর আক্রমণের ঢেউ তুলে সেভিয়া ব্যতিব্যস্ত করে রাখে ম্যান ইউর রক্ষণভাগকে। কিন্তু স্পেনিশ ক্লাবটির সব আক্রমণ ভেসে যায় ডি গিয়ার দৃঢ়তার কাছে। ৫৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিয়ে ২৫টি আক্রমণ শানায়। এর মধ্যে ৮টি ছিল গোল হওয়ার মতো। সেই আক্রমণগুলো পাহাড়সম দৃঢ়তায় ঠেকিয়ে দেন ডি গিয়া। ফলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক সেভিয়াকে। স্বাগতিকদের আক্রমণের বিপরীতে মাত্র একবার আক্রমণ করেছেন রোমেল লুকাকু, মানদুজুকিকরা। ভালো খেলে জয় পাওয়া হতাশ। বিপরীতে রক্ষণ সামলাতে সামলাতে নাভিশ্বাস উঠে যাওয়া ম্যান ইউ খুশি ড্র নিয়ে মাঠ ছাড়ায়। এখন ফিরতি লেগে ঘরের মাঠে আতিথিয়তা দিবে সেভিয়াকে। ম্যাচটি জিতলেই চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।

তিতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি। তারপরও তিনি ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন। গোল করা তার কাজ। সেই কাজটি পরশু রাতে করলেন এবং জেতালেন নিজ ক্লাব শাখতারকে। ফ্রেড পেশাদার ফুটবল খেলছেন ৭/৮ বছর। এরমধ্যে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তারপরও খেলা ধরে রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে পিছিয়ে ছিল রাশান ক্লাবটি। ৪১ মিনিটে তুরস্কের চেনজিগ আন্ডারের গোলে এগিয়ে যায় রোমা। রোমার ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলটি করেন চেনিজগ। সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড অ্যান্তোনিও কাসানোর। প্রথমার্ধে চেনজিগের গোলেই এগিয়ে বিরতিতে যায় রোমা। বিরতির পর খেলায় ফিরে শাখতার। ৫২ মিনিটে সমতা আনে রাশান ক্লাবটি। দলকে সমতায় ফেরান ফেরেইরা। এরপর জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচের সবগুলোই জিতেছে রোমার বিপক্ষে। ফিরতি লেগে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল খেলবে শাখতার দোনেত্স্ক।

 

 

সর্বশেষ খবর