শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

সেঞ্চুরিয়নে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-১ এ সমতা আনল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৮ রান করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা।

ভারতের হয়ে ৪৮ বলে ৭৯ রানের হার না মানা ইনিংস খেলেছেন মনিশ পান্ডে। ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে সাজানো ইনিংস। মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ২৮ বলে ৫২ রানের ইনিংস। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ধোনিও। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারির মার। জেপি ডুমিনি ও ক্লাসেনের সাইক্লোন ব্যাটিংয়ে সহজেই জিতে যায় স্বাগতিকরা। ডুমিনি ৪০ বলে খেলেছেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। ক্লাসেন ৩০ বলে করেছেন ৬৯ রানের ইনিংস। ছক্কা হাঁকিয়েছেন সাতটি।

দুর্দান্ত জয়ের পর প্রোটিয়া দলপতি ডুমিনি বলেন, ‘যখন আমি টস করতে যাই, তখন চিন্তা করেছি এটা সেমিফাইনাল ম্যাচ। হারলেই শেষ। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়েছিলাম। তারপর আমি আর ক্লাসেন মিলে কাজটা ভালোভাবেই করতে পেরেছি।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘শুরুতে উইকেট পড়ার পর মনে হচ্ছিল, ১৭৫ রান হওয়াই কঠিন। কিন্তু পান্ডে ও ধোনি মিলে দুর্দান্ত ব্যাটিং করে প্রত্যাশার চেয়েও ভালো করেছে। ম্যাচ জয়ের মতোই আমাদের সংগ্রহ ছিল। কিন্তু তারপরেও হয়নি। বোলাররা ভালো করতে পারেননি। তা ছাড়া এমন কন্ডিশনে বোলারদের কাজটা সহজ ছিল না।’

 

সর্বশেষ খবর