রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আলো ছড়ালেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

আলো ছড়ালেন মুস্তাফিজ

হ্যাটট্রিক করেছেন জুনায়েদ খান। বাঁ হাতি পেসারের বিধ্বংসী বোলিংয়ে মুলতান সুলতানস ৪৩ রানে হারিয়েছে লাহোর কালান্দার্সকে। দারুণ বোলিং করেও হ্যাটট্রিকম্যান জুনায়েদের ছায়ায় ঢাকা পড়েন মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে প্রথম ম্যাচে মাত্র ১১ রান করেছিলেন তামিম ইকবাল। গতকাল ইসলামাবাদের বিপক্ষে তামিম ২৯ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে। পরশু রাতের ম্যাচে কাটার মাস্টার মুস্তাফিজের দল লাহোর জিতেনি। হারলেও মুস্তাফিজ আলো ছড়িয়ে উইকেট নেন ২টি। দুবাইয়ে পিএসএলে পারফরম্যান্স করেছেন প্রথম ম্যাচেই। অথচ কিছুদিন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজে ছিলেন অফ ফর্মে। উইকেট নিয়েছেন মাত্র একটি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে ৩ স্পেলে ৪ ওভার বোলিং করেন। প্রথম স্পেলে ৬ রান দেওয়ার পর অধিনায়ক ব্রেন্ড ম্যাককুলাম তাকে সরিয়ে নেন বোলিং থেকে। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে রান দেন ১৬ এবং উইকেট নেন দুটি। মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও মুলতানের সংগ্রহ ছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯। প্রথম ১০ ওভারে মুলতানের সংগ্রহ ছিল ৮৮। সেখান থেকে পরের ১০ ওভারে ৯১ রান করে মুলতান। মুস্তাফিজ বোলিংয়ে আসেন পঞ্চম ওভারে। সেই ওভারে দেন ৬ রান। ১১ নম্বর ওভারে আসেন দ্বিতীয় স্পেলে বোলিং করতে। ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান আহমেদ শেহজাদকে। কট বিহাইন্ড হন শেহজাদ। ওভারের পরের ৪ বল ছিল ডট। ষষ্ঠ বলে শোয়েব মাকসুদের ব্যাটের কানায় লেগে ফাইন লেগে বাউন্ডারি হয়। নিজের তৃতীয় ওভারে সাজঘরে ফেরত পাঠান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান কুমার সাঙ্গাকারাকে। এই ওভারে রান দেন ১০। চার নম্বর ওভারে দেন ৩ রান। সব মিলিয়ে ৪ ওভারের স্পেলে তিনি রান দেন ২২। ১৮০ রানের টার্গেটে খেলতে নামা লাহোরকে গুঁড়িয়ে দেন বাঁ হাতি পেসার জুনায়েদ খান ও লেগ স্পিনার ইমরান তাহির। দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে লাহোর মাত্র ৪ রানের মধ্যে হারায় ৭ উইকেট। সব মিলিয়ে লাহোরের ইনিংস ১৩৬ রানে গুটিয়ে যায় ১৭.২ ওভারে। হ্যাটট্রিকম্যান জুনায়েদ ৩ উইকেট নেন ২৪ রানের খরচে। লেগ স্পিনার তাহির ৩ উইকেট নেন ২৭ রানে। ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান ও কিয়েরন পোলার্ড।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর