বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

জরিমানা

রাশিয়ায় বিশ্বকাপকে ঘিরে মূল্যস্ফীতি হচ্ছে সব ক্ষেত্রেই। প্লেনের টিকিটের দাম বেড়ে যাচ্ছে। হোটেলের ভাড়া বাড়ছে। তবে সব কিছুই নিয়ন্ত্রণে রাখতে কঠোর হচ্ছে রুশ সরকার। রাশিয়ান প্রেসিডেন্ট অনেক আগেই এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। বিশ্বকাপটা ঠিকঠাক আয়োজন করতে বদ্ধপরিকর তার সরকার। এবার তার প্রমাণও মিলল। মস্কোতে এক হোটেলকে লক্ষাধিক মার্কিন ডলার জরিমানা করেছে রুশ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিশ্বকাপের দিনগুলোতে ভাড়া অনেক বাড়ানো হয়েছে। এই হোটেলের ১২৭টি চেক হাতে পেয়েছে কর্তৃপক্ষ। যেখানে বিশ্বকাপ চলাকালীন দিনগুলোর ভাড়া অনেক বাড়িয়ে লেখা হয়েছে। বিশ্বকাপের সময় এসব বিষয় দেখাশোনা করার জন্য ১৯৮টি লিগ্যাল বডি এবং ১৮১টি অফিস খুলেছে রাশিয়া। কোনোভাবেই ফুটবল সমর্থক কিংবা বিশ্বকাপের সময় রাশিয়া ভ্রমণকারীদের কোনোরকমের অনুযোগ করার সুযোগ দিতে চায় না কর্তৃপক্ষ।

 

সৌদি আরবের প্রস্তুতি

রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সৌদি আরব। এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বেশ দাপুটে ফুটবল খেলেছে তারা। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সৌদি আরবের আল সাহলাবি। তিনি ১৬টি গোল করেছেন বাছাই পর্বে। বিশ্বকাপেও দারুণ কিছু করতে পারেন সাহলাবি। এরই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলতে ইরাক যাচ্ছে তারা। গত প্রায় চার দশকে এটাই সৌদি আরবের প্রথম ইরাক সফর। রাজনৈতিক প্রতিবন্ধকতায় দীর্ঘদিন দুই দলের ফুটবলীয় লড়াই হয়নি ইরাকের মাটিতে। রাশিয়া বিশ্বকাপে সৌদি আরব এ গ্রুপে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া, দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং মিসরের। কঠিন গ্রুপ। এজন্যই প্রস্তুতিটাও সম্ভাব্য সেরা উপায়ে নিতে চায় সৌদি আরব। সর্বশেষ ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। এরপর দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল বিশ্বকাপে বাছাইপর্ব উত্তীর্ণ হতে পারেনি। দেখা যাক, এবার সৌদি আরব কতদূর যেতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর