বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাকিবের দিকে তাকিয়ে দল

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের দিকে তাকিয়ে দল

সাকিব আল হাসান কি শ্রীলঙ্কায় খেলতে পারবেন! এ প্রশ্নের উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। গতকাল সাকিব সম্পর্কে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘চেকআপ করতে থাইল্যান্ড গিয়েছে, আজকে (গতকাল) আসার কথা। আসার পর বলা যাবে। কিন্তু ও তো দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছে।’ ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা একটা দুইটা ম্যাচ মিস করতে পারে। আশা করছি ওর খেলার সম্ভাবনা আছে।’

বাংলাদেশ দলে এখন ‘এঙ্-ফ্যাক্টর’ হয়ে গেছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকলে দল যে কতটা বিপদে পড়ে যায় তা লঙ্কানদের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজেই দেখা গেছে। ত্রি-দেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল। দুই ম্যাচেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন সাকিব। কিন্তু ফাইনালে ইনজুরিতে পড়ার পরই সব এলোমেলো যায়। এরপর সাকিবকে ছাড়া টেস্ট সিরিজ হেরেছে টাইগার। আর টি-২০তে হোয়াইটওয়াশ। নিদহাস ট্রফিতেও সাকিবকে পাওয়ার সম্ভাবনা খুব কম। যদিও বিসিবি বলছে শেষের দুই একটা ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। সাকিব ছাড়া এই টুর্নামেন্টে বাংলাদেশ কতটা ভালো করতে পারবে সেটাই দেখার বিষয়।

দেশের মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে যাচ্ছেতাই পারফরম্যান্স করলেও লঙ্কানদের মাটিতে সবশেষ সিরিজে দারুণ খেলেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল। তাহলে এবার কেন পারবে না? এক সাকিব নেই বলেই কি বাংলাদেশের আত্মবিশ্বাস কমে গেল! তাই দলের টালমাটাল অবস্থার মধ্যে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন আকরাম খান। তবে বাস্তবতাও তার জানা, ‘এই মুহূর্তে বাংলাদেশ দলের জয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ম্যাচ জিততে পারেন মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, সবই স্ট্রং হবে। আমাদের খেলতে হবে দুটো ভালো দলের বিরুদ্ধে। শ্রীলঙ্কা ওদের মাটিতে অনেক শক্তিশালী। আপনি যদি তুলনা করেন টি-২০, ওয়ানডে ও টেস্টের মধ্যে, আমরা কিন্তু টি-২০তে দুর্বল। তবে এই টিম নিয়ে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আল্লাহর রহমত যদি থাকে সেখানে ভালো করবে। পারফরম্যান্স অনেকটা ঢেউয়ের মতো। কখনো উঁচু থাকে কখনও নিচু থাকে। আশা করছি আমরা যে অবস্থায় আছি এখান থেকে যেন ভালো অবস্থায় আসি।’

নিদহাস ট্রফিতে ভারতের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। কোহলির জায়গায় রোহিত শর্মার নেতৃত্ব দেবেন। এছাড়া মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটার খেলছেন না। এ কারণে মানসিকভাবে বাংলাদেশ দল খানিকটা এগিয়ে থাকবে কিনা? আকরাম বলেন, ‘তা এগিয়ে থাকবে। তবে ভারত এমন একটা দল যাদের ব্যাকআপ খেলোয়াড় অনেক। ওদের যারাই খেলার সুযোগ পাক শতভাগ পারফরম্যান্স করে নেয়। ওরা জানে যে এটাই একটা সুযোগ। দল হিসেবে যদি শক্তির কথা বিবেচনা করেন তাহলে খুব বেশি একটা তফাত হবে না। হ্যাঁ, আপনি যদি নাম দেখেন, সিনিয়র ক্রিকেটার নামি যারা ওরা যদি না থাকে স্বাভাবিকভাবে ওদের বিপদে মনোবল বাড়বে।’

ঘরের মাঠে সিরিজে কোচ ছিল না বাংলাদেশ দলে। তবে এই সিরিজে নতুন প্রধান কোচ পেয়েছে বাংলাদেশ—কোর্টনি ওয়ালশ। যদিও আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ক্যারিবীয় তারকা। কিন্তু তাকে নিদহাস ট্রফিতে বোলিং কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কোচের নেতৃত্বে কি পারফরম্যান্সে পরিবর্তন আসবে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর