বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফের রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক

ফের রিয়ালের হার

রিয়ালের গোলমুখে কাতালান ক্লাব এসপানিওলের উৎসব। শেষ মুহূর্তের গোলে দারুণ জয় পেয়েছে বার্সেলোনার শহুরে এই ক্লাব—এএফপি

কাতালুনিয়ায় নিশ্চয়ই উৎসবে মেতেছেন ফুটবল ভক্তরা। কাতালান দুই ক্লাব গত মঙ্গলবার কঠিন ম্যাচে জয় পেয়েছে লা লিগায়। এসপানিওলের প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার প্রতিপক্ষ ছিল সেল্টাভিগো। দুই দলই নিজেদের ম্যাচে জিতেছে ১-০ ব্যবধানে। এসপানিওলের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন জেরার্ড মোরেনো। অন্যদিকে সেল্টাভিগোর বিপক্ষে আরেক কাতালান ক্লাব জিরোনার পক্ষে গোল করেছেন পুর্তো।

এসপানিওলের বিপক্ষে ম্যাচে দারুণ খেলছিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো দলে না থাকলেও জিদানের শিষ্যরা ভালোই খেলছিল। বেশ কয়েকটা দারুণ সুযোগ ছিল গোল করার মতো। কিন্তু বেলে-আসেনসিওরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে মোটেও খুঁজে পাওয়া যায়নি। জিনেদিন জিদান নিজেও স্বীকার করেছেন বিষয়টা। ‘আমরা অনেক সুযোগ হারিয়েছি। ভালোভাবে শুরু করেছিলাম। গোলের কিছু সুযোগও পেয়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধটা মোটেও ভালো ছিল না।’ এসপানিওল তুলনামূলকভাবে কমই সুযোগ পেয়েছে। তবে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জিদানের কষ্ট বহুগুণে বাড়িয়ে দিয়েছেন এপানিওলের স্প্যানিশ স্ট্রাইকার জেরার্ড মোরেনো। জিদান বলেন, ‘এই পরাজয় আমাদের কষ্ট দিয়েছে। ফুটবলারদের জন্য আমার খারাপ লাগছে।’ অবশ্য ফলটা মেনে নিয়েছেন জিদান। ফুটবলে এমন দিন আসতে পারে বলেই বিশ্বাস করেন তিনি। চলতি মৌসুমে বাজে দিন যেন বেশিই আসছে জিদানের ভাগ্যে। এই নিয়ে ৫ম পরাজয়ের দেখা মিলল রিয়ালের। অন্যদিকে বার্সেলোনা অপরাজিত থাকার রেকর্ডটাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পথে ছুটছে। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহ করে লা লিগায় তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে এসপানিওল এক ধাপ উঠে এসেছে লা লিগায় ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। অন্যদিকে আরেক কাতালান ক্লাব জিরোনা ৩৭ পয়েন্ট সংগ্রহ করে ৭ নম্বরে অবস্থান করছে। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় (ইউরোপা লিগ) দেখা যাবে জিরোনাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর