শিরোনাম
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাইশুকুর জেতালেন ব্রাদার্সকে

ক্রীড়া প্রতিবেদক

টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে আবাহনী। ওয়ালটন প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত ধানমন্ডি পাড়ার দলটি। গতকাল ষষ্ঠ রাউন্ডে মাইশুকুর রহমান রিয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুভাগত হোমের সেঞ্চুরিকে ম্লান করে ব্রাদার্সকে ৫ উইকেটের সহজ জয় উপহার দিয়েছেন রিয়েল ৮৮ রানের ইনিংস খেলে। লিগের অন্য ম্যাচ দুটিতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও খেলাঘর সমাজকল্যাণ সংস্থা। প্রাইম ব্যাংক ৪২ রানে অগ্রণী ব্যাংককে এবং খেলাঘর ১৫ রানে হারিয়েছে কলাবাগানকে।

বিকেএসপিতে প্রথমে ব্যাট করে শুভাগতের অধিনায়কোচিত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান করে শাইনপুকুর। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপর্যস্ত শাইনপুকুর, তখন হাল ধরেন শুভাগত। পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ১৪৩ রান যোগ করেন। আফিফ ৬৮ রানের ইনিংস খেলেন ৭৭ বলে ৫ চার ও ২ ছক্কায়। শুভাগত ১১৬ রানের নান্দনিক ইনিংসটি খেলেন মাত্র ৯৮ বলে ১২ চার ও ৪ ছক্কায়। ২৮৯ রানের পর্বতসমান টার্গেটে শুরুটা ভালোই করে ব্রাদার্স। দুই ওপেনার মিজানুর ও মাইশুকুর ৫৪ রানের ভিত দেন। সেটাকে কাজে লাগিয়ে অপরাপর ব্যাটসম্যানরা ৫ বল আগে থাকতেই দলকে ৬ ম্যাচে তৃতীয় জয় উপহার দেন। ম্যাচ সেরা মাইশুকুর ৮৮ রানের ইনিংসটি খেলেন ৬ চার ও ৩ ছক্কায়। তার বিদায়ের পর দলকে টেনে নিয়ে যান ভারতীয় ব্যাটসম্যান দেবব্রত দিব্য দাস ৭৫ রানের ইনিংস খেলে। ফতুল্লায় মেহেদি মারুফ ও মেহরাব জুনিয়রের জোড়া হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাংকের ইনিংস থেমে গেছে ৪৬.৫ ওভারে ২৩০ রানে। লিগে প্রাইমের এটা দ্বিতীয় জয়। মিরপুর স্টেডিয়ামে কলাবাগানকে ১৫ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নেয় খেলাঘর। প্রথমে ব্যাট করে খেলাঘর ৫০ ওভারে আল মেনারিয়ার ৯৫ রানে ভর করে ২৩৮ রান করে। জবাবে ২২৩ রানের বেশি তুলতে পারেনি কলাবাগান। দলটির পক্ষে একা লড়াই করেছেন তাইবুর পারভেজ ৮৩ রানের ইনিংস খেলে।

সর্বশেষ খবর