বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

পুতিনের চ্যালেঞ্জ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপদ একটা বিশ্বকাপ উপহার দিতে বদ্ধপরিকর। বিশেষ করে রাশিয়ার উগ্র ফুটবল ভক্তদের কাছ থেকে বিশ্বকাপকে নিরাপদ রাখতে চান তিনি। কিছুদিন আগেও রুশ ফুটবল সমর্থকদের সঙ্গে স্প্যানিশদের লড়াইয়ে এক পুলিশ অফিসার নিহত হয়েছেন। তাছাড়া ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো কাপেও এমন ঘটনা ঘটিয়েছে রুশরা। এজন্যই রুশ পুলিশকে বার বার সতর্ক করছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি পুলিশদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বকাপকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে হবে। বিশেষ করে ফুটবলার এবং সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ বিশ্বকাপে রুশ পুলিশদের বিশেষ দায়িত্বের কথা বার বারই স্মরণ করিয়ে দেন পুতিন। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম ফিফা বিশ্বকাপ। দেখা যাক, ৩২ দলের এই বিশ্বকাপে কতটা নিরাপত্তা দিতে পারে রাশিয়া!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর