শুক্রবার, ২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ডি মারিয়ার ডাবলে সেমিতে পিএসজি

ক্রীড়া ডেস্ক

ডি মারিয়ার ডাবলে সেমিতে পিএসজি

নেইমারের ইনজুরি পিএসজি সমর্থকদের শঙ্কায় ঘিরে রেখেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারকে খুব প্রয়োজন ছিল তাদের। তবে এই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই দুর্দান্ত খেলে চলেছে প্যারিসের ক্লাবটি। গত বুধবার তারা ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা মার্সেইকে। দলের পক্ষে দুটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এছাড়াও একটি গোল করেছেন উরুগুয়ের এডিনসন কাভানি। নেইমার দিন কয়েক আগে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অপারেশন করতে হবে ব্রাজিলিয়ান তারকার পায়ে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। এরই মধ্যে তিনি ব্রাজিলের রিওডি জেনিরোতে পৌঁছে গেছেন। ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে আগামীকাল নেইমারের অপারেশন হবে বলে জানিয়েছে দলের মুখপত্র। ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছে, তিন মাস লাগবে নেইমারের ঠিক হয়ে মাঠে নামতে। এই খবর পিএসজির জন্য কঠিন এক ধাক্কাই। দিন কয়েক পরই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। এর মধ্যে নেইমারকে দলে পাচ্ছেন না উনাই আমেরি। তবে নেইমার ছাড়াও দুর্দান্ত ফুটবল খেলছে পিএসজি। গত বৃহস্পতিবার মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়টাই এর প্রমাণ। নেইমারের অভাব পুষিয়ে দিচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া আর এডিনসন কাভানিরা। অবশ্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন পিএসজিকে দেখা যাবে কি না বলা মুশকিল।

এদিকে ফরাসি তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পেও আঘাত পেয়েছেন। মার্সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে চাননি তিনি। অবশ্য কোচ উনাই আমেরি ধারণা করছেন, এমবাপ্পের আঘাত তেমন গুরুতর নয়।

সর্বশেষ খবর