শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শেখ জামালের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালের সহজ জয়

দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিল ঢাকা আবাহনী। প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রতিপক্ষদের পাত্তা না দিয়ে টানা ছয় ম্যাচে জয় পেয়েছিল। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। লাকি সেভেন ম্যাচেই তারা লিগে প্রথম হারের মুখ দেখেছে। ৯ রানে হেরে গেছে প্রাইম ব্যাংকের কাছে। সাভার বিকেএসপি ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। জবাবে নির্ধারিত ৫০ ওভারে আবাহনী থেমে যায় ২৩৭ রানে। আল আমিন সর্বোচ্চ ৮৪, জাকির হসান প্রাইম ব্যাংকের পক্ষে ৬২ রান করেন। মাশরাফি ছিলেন আবাহনীর সফল বোলার। ৪১ রানে ৪ উইকেট পান।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আবাহনী। এনামুল হক বিজয় (৫), নাজমুল শান্ত (৫), আর মোহাম্মদ মিধুন কোনো রান ছাড়াই সাজঘরে ফেরত যান। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। চতুর্থ উইকেটে সাইফ হাসান ও নাসির হোসেন মিলে ১২৭ রানে জুটি গড়লে আশা জাগিয়ে রাখেন। নাসির ৬৫ করে সাজঘরে ফেরার পরই আবাহনী আর দাঁড়াতে পারেনি। মোসাদ্দেক হোসেন ১৬ রানে আউট হন।

এরপর সাইফ হাসানও ৭৫ করে ফিরলে ১৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারায় আবাহনী। শেষদিকে মাশরাফি ১ ছক্কায় ২১ বলে ২২ রানের ঝড় তুললেও দলকে জয় এনে দিতে পারেননি। প্রাইম ব্যাংকের অনূর্ধ্ব-১৭ দলের ডানহাতি পেসার শরিফুল ইসলাম ৫১ রানে ৪ উইকেট দখল করেন।

এদিকে সৈকত আলীর সেঞ্চুরিতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জমাল ধানমন্ডি ক্লাব ৯৫ রানে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পরাজিত করেছে। শেখ জামাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে। সৈকত আলী ১১৮ বলে ১১৫ রান করেন। হাসানুজ্জামান ৪৫, সোহাগ গাজী ৪২ রান করেন। ২৬৬ রানের লক্ষ্যে গাজী গ্রুপ ১৭০ রানে অলআউট হয়ে যায়। গুরুসত সিং সর্বোচ্চ ৬৭ রান করেন। সাজেদুল ১৪, ইলিয়াস সানি ১৯, সোহাগ গাজী ৩০ রানে ২টি করে উইকেট পান।

এদিকে মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ টাই হয়েছে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান ২৮৬ রানে অলআউট হয়ে যায়। পরে লিটন দাস ১২৯ রান তুললেও ৫০ ওভারে প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে ২৮৬ রান তোলে।

সর্বশেষ খবর