শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বার্সার ড্রতে জমে উঠল লা লিগা

ক্রীড়া ডেস্ক

বার্সার ড্রতে জমে উঠল লা লিগা

অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণ জয়ে লা লিগায় পয়েন্টের ব্যবধান কমিয়েছিল। বার্সেলোনার সামনে সুযোগ ছিল, পয়েন্টের ব্যবধান আবারও বাড়িয়ে নেওয়ার। তবে লা পালমাসের মাঠে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা ১-১ গোলে ড্র করায় লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে। লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে। লা পালমাসের হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন জোনাথন ক্যালেরি। গত বৃহস্পতিবার ম্যাচের ২১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ঠিক বাইরে আর্জেন্টাইন ফরোয়ার্ডই ফাউলের শিকার হয়েছিলেন। এবারের লিগে ২৩ গোল করে শীর্ষে আছেন লিওনেল মেসি। ২০ গোল নিয়ে দুইয়ে আছেন লুইস সুয়ারেজ। ইউরোপিয়ান গোল্ডেন শু লড়াইয়ে অবশ্য সবার উপরে আছেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি ২৪ গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে।

এ ড্রয়ের পরও ২৬ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে বার্সেলোনা ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৬১ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে। আগামীকাল ক্যাম্প ন্যুতে আসরের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-অ্যাটলেটিকো। এই ম্যাচ জিতলে লা লিগার শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। অবশ্য অ্যাটলেটিকো এই ম্যাচ জিতে গেলে লা লিগার শিরোপা জেতা কঠিনই হবে কাতালানদের জন্য। সেক্ষেত্রে দুই দলের পয়েন্টের ব্যবধান থাকবে কেবল দুই! লা লিগায় তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫১ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ভ্যালেন্সিয়া।

সর্বশেষ খবর