শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হাতিরঝিলে হাফ ম্যারাথন

ক্রীড়া প্রতিবেদক

গতকাল অনুষ্ঠিত হলো ‘ঢাকা হাফ ম্যারাথন ২০১৮’। ঢাকাকে বিশ্বদরবারে নতুন করে তুলে ধরতে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুনমাত্রা যোগ করার লক্ষ্যে থাইজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ ও ঢাকা রান লর্ডস আয়োজন করেছিল এ ম্যারাথনের। হাফ ম্যারাথন (২১.১ কিলো) ও মিনি ম্যারাথন (৭ কিলো) এ দুই বিভাগে দেশের নানা প্রান্ত থেকে ৬২ জন নারী ও পুরুষ প্রতিযোগী এবং ৩৭ জন বিদেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে থেকে দৌড় শুরু করে হাতিরঝিল এক্সপ্রেসওয়েতে তিনবার ঘুরে এসে তাদের নির্ধারিত তিন ঘণ্টা সময়ে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন শেষ করেন। হাফ ম্যারাথন শুরু হওয়ার ১৫ মিনিট পর শুরু হয় মিনি মারাথন। এ বিভাগের অংশগ্রহণকারীরা হাতিরঝিল এক্সপ্রেস একবার ঘুরে তাদের জন্য নির্ধারিত ১ ঘণ্টা সময়ে ৭ কিলো দৌড় শেষ করেন। হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আবদুর রহিম এবং মহিলা বিভাগে প্রথম হয়েছেন সেউতি সবুর। মিনি ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন শরীফুল ইসলাম এবং মহিলা বিভাগে প্রথম হয়েছেন ক্লারা ডি গিরোলামো।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর