রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ওয়ালশের লক্ষ্য ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালশের লক্ষ্য ফাইনাল

শ্রীলঙ্কার নিদাহাস টি-২০ ট্রফিতে বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। একে তো দলের প্রধান তারকা সাকিব আল হাসান নেই। এই টুর্নামেন্টের জন্য নতুন করে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে। শ্রীলঙ্কার মাটিতে নতুন উদ্যোমে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। তারপরও এই ট্রফিতে ফাইনাল খেলার স্বপ্ন দেখাচ্ছেন উইন্ডিজ কোচ। নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ওয়ালশ বলেন, ‘আমার লক্ষ্য হবে যত বেশি সম্ভব ম্যাচ জেতা। আমি আশাবাদী আমরা তা করতে পারব। ফাইনালে যেতে পারলে খুবই ভালো হবে।’

সব শেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ লঙ্কানদের বিরুদ্ধে টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে। আর ভারত তো এখন টি-২০র সেরা দল। তারপরেও হতাশ হচ্ছেন না ওয়ালশ। তিনি এই ট্রফিকে পরীক্ষা হিসেবে দেখছেন। ওয়ালশ বলেন, ‘শ্রীলঙ্কা সব সময়ই ভয়ঙ্কর দল। আর ভারত দক্ষিণ আফ্রিকা সফরে খুবই ভালো ক্রিকেট খেলেছে। তারা র‌্যাঙ্কিংয়েও অনেক উপরে। দুই দলই অনেক ভালো। তাদের বিরুদ্ধে এটা আমাদের পরীক্ষা।’

সাকিব না থাকায় শ্রীলঙ্কা বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পিএসএলে খেলার জন্য দলের সঙ্গে এখনো যোগ দেননি অধিনায়ক। তামিম ইকবাল, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমানও পিএসএলে খেলছেন। মাত্র দুই দিনের অনুশীলন ক্যাম্প করে আজ কলম্বো যাবে বাংলাদেশ দল। ওয়ালশের বিশ্বাস লঙ্কানদের মাটিতে অনেক ভালো খেলবে টাইগাররা, ‘আমি মনে করি, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। আমরা দুটি মানসম্পন্ন দলের বিপক্ষে খেলবো, টুর্নামেন্টে আমরা আন্ডারডগ। আমি মনে করি, আমরা যদি ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলি তাহলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে।  আশা করি, আমরা সেখানে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারব।’

দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। ওয়ালশ মনে করেন, এই ফিলিংসটা ক্রিকেটারদের মধ্যে আছে। তবে তারা ম্যাচে বাড়তি চাপ না নিয়ে সব কিছু উপভোগ করুক এবং সেরাটা দিয়ে খেলুক। ওয়ালশ বলেন, ‘আমরা একটি ম্যাচ করে এগোতে চাই। আমি ওদের বলবো, মাঠে নিজেদের প্রকাশ করতে আর খেলাটা উপভোগ করতে। যতটা ভালো পারে ওদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। খেলায় বাড়তি চাপ  যোগ করার কোনো অর্থ হয় না। আমাদের রিল্যাক্স থাকতে হবে আর যা করছি তা উপভোগ করতে হবে। আমি চাই ওরা  দেশের হয়ে খেলায় গর্বিত অনুভব করুক।’

ঘরের মাঠে সব শেষ সিরিজে লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচে হারলেও লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত সব শেষ সিরিজটি কিন্তু ড্র করেছিল বাংলাদেশ। কলম্বোতে দারুণ একটি জয় পেয়েছিল। সেই ম্যাচটি বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন ওয়ালশ, ‘টি-২০ এমন একটা জায়গা যেখানে আমরা খুব একটা ভালো করিনি। আমরা শ্রীলঙ্কায় গত সফরে একটা ম্যাচ জিতেছিলাম। তবে ভালো দুই দলের বিরুদ্ধে খেলাটা খুবই চ্যালেঞ্জিং। যদিও টুর্নামেন্টে তিনটি ভালো দলই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এটা সত্য যে দল মাঠে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে তারাই জিতবে। ’

তবে সাকিব ছাড়া বাংলাদেশের জন্য কাজটা যে খুব কঠিন হবে তা খুব ভালো করেই জানেন ওয়ালশ, ‘সাকিব ছাড়াই আমাদের পরিকল্পনা করা আছে। তবে আমরা আমাদের পরিকল্পনা ম্যাচের আগের ফাঁস করতে চাই না। তবে সাকিবের অনুপুস্থিতিতে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। দ্রুত তার বদলি কাউকে পাওয়াও কঠিন। সে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং অধিনায়কত্ব —সব কিছুতেই দুর্দান্ত।’

সব কিছুর পরও নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ওয়ালশ। এটাকে একটা সুযোগ হিসেবে দেখছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কোচ এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন। ওয়ালশ বলেন, ‘বোর্ড আমার ওপর আত্মবিশ্বাস রেখেছে, এমন একটি দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। প্রত্যেক কোচের মনেই এমন একটি স্বপ্ন (প্রধান কোচ হওয়া) থাকে। যদিও আমি জানি এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন। আমরা যাতে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর