শিরোনাম
রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নেইমারের ইনজুরিতে শঙ্কিত নয় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

নেইমারের ইনজুরিতে  শঙ্কিত নয় ব্রাজিল

২০১৪ সালের বিশ্বকাপে ফেবারিট ছিল ব্রাজিল। ঘরের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা থেমে গিয়েছিল সেমিফাইনাল খেলে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন ব্রাজিল জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল পুরোপুরি। প্রিয় দলের সেই বিপর্যয় মাঠে বসে দেখেছিলেন নেইমার। ইনজুরিতে পড়ে খেলতে পারেননি। চার বছর পর ফুটবল মহাযজ্ঞ মাঠে গড়ানোর অপেক্ষায়। রাশিয়ায় ৩২ দল নিয়ে ১৪ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবারও ফেবারিটের তালিকায় শীর্ষ দল ব্রাজিল। এবারও নেইমারের খেলা না খেলার একটি সূক্ষ্ম সম্ভাবনার সৃষ্টি হয়েছে! প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) পক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরিতে ছিটকে পড়েছেন খেলা থেকে। এতে করে আড়াই মাস হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান অধিনায়ককে। এতে করে শক্তিশূন্য হয়ে যাবে ব্রাজিল! কিন্তু ব্রাজিলিয়ান ট্রেনারের ফাবিও মাশেরেদজিয়ান জানিয়েছেন, বিশ্বকাপে নেইমারের এই ইনজুরি দলটির জন্য শাপেবর হবে। ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। ওই ম্যাচে ডান পায়ের গোঁড়ালি মচকে যায় নেইমারের। ভেঙে যায় পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। গতকাল ব্রাজিলের বেলে হরিজন্তেতে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। সুস্থ হয়ে মে মাসে মাঠে নামতে পারবেন নেইমার। ১৪ জুন শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেই ম্যাচে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে খেলবেন বলে আশা করছেন ব্রাজিলিয়ান ট্রেনার।

সর্বশেষ খবর