রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপে মেসিকে নিষিদ্ধের দাবি!

ক্রীড়া ডেস্ক

মাস তিনেক বাকি। এরপরই বিশ্বের সেরা ৩২ দল নেমে পড়বে ফুটবল মহাযজ্ঞে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে ব্যস্ত সময় পার করবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের মতো জগতখ্যাত ফুটবলাররা। সবাই যখন আর্জেন্টিনার তারকা মেসির খেলা দেখবে তখনই ইরানের কোচ কার্লোস কুইরোজ দাবি জানিয়েছেন মেসিকে বিশ্বকাপে নিষিদ্ধ করার। বিষয়টি অবাক করার মতো। কেন এমন দাবি? ইরানের কোচ সত্যি সত্যি এমনটি চাননি। তিনি মজা করেই বলেছেন, ‘রক্তমাংসের মানুষ বলে। প্রমাণিত না হওয়া পর্যন্ত মেসিকে বিশ্বকাপে নিষিদ্ধ করা হউক!’ ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে কুইরোজ বলেন, ‘মেসি অবিশ্বাস্য খেলোয়াড়। সে ভিন গ্রহের ফুটবলার। যদি এই গ্রহের মানুষ হতেন মেসি, তাহলে ২০১৪ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে ম্যাচটিতে তিনি সে রকম ফুটবল খেলতেন না!’ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় রুখে দিয়েছিল ইরান। দর্শকরা যখন মনে করছিল খেলা ড্রয়ের পথে এগোচ্ছে, তখনই ডি-বক্সের বাইরে থেকে সোয়ার্ভিং শটে গোল করে ইরানিদের হতাশ করেন।

সর্বশেষ খবর