শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

ভিএআর থাকছেই

ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি রাশিয়া বিশ্বকাপে থাকার ব্যাপারে অনেক আগেই ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো আভাস দিয়েছিলেন। তবে মধ্যখানে ভিএআর নিয়ে বেশ বিতর্ক হয়ে গেল। অনেকেই নাকি এর বিরোধিতা করেছিল। বিশেষ করে উয়েফা। শেষ পর্যন্ত ফিফা সভাপতির ইচ্ছেটাই জয়ী হলো। রাশিয়া বিশ্বকাপেই দেখা যাবে ভিএআর পদ্ধতি। ফিফার আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি অনেক পরীক্ষা নিরীক্ষার পর ভিএআরের পক্ষে মতামত দিয়েছে। ইনফ্যান্টিনো বলেন, ‘আজ থেকে ভিডিও এসিসটেন্ট রেফারি পদ্ধতি ফুটবলের অংশ হয়ে গেল। এটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ খবর।’ ফিফার এই সিদ্ধান্তকে অনেকেই যুগান্তকারী বলছেন। এর মাধ্যমে ফুটবলে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে ফিফা। পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং গোলের মতো বিষয়ে ভিএআর পদ্ধতি প্রয়োগ করা হবে।

ভাষা শিক্ষা কোর্স

রাশিয়া বিশ্বকাপের খুব একটা দেরি নেই। মাত্র কয়েকটা মাস। এরপরই রাশিয়ার ১১টা শহরের ১২টা স্টেডিয়ামে বসবে বিশ্বকাপের আসর। এজন্য রাশিয়ার প্রস্তুতির যেন কোনো শেষ নেই। আয়োজকরা স্টেডিয়াম প্রস্তুত করতে ব্যস্ত। হোটেলের মালিকরা দাম বাড়াতে ব্যস্ত। অন্যদিকে রেস্টুরেন্টের কর্মীরা ভাষাটা ঠিকমতো রপ্ত করতে ব্যস্ত। অন্তত দেড় মিলিয়ন (১৫ লাখ) ফুটবল সমর্থক বিশ্বকাপের সময় রাশিয়া ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে। এদের সবাই খাবারের পাটটা রেস্টুরেন্টেই চুকাবেন। এ কারণেই ফুটবল সমর্থকদের যেন কোনো অসুবিধা না হয়, রেস্টুরেন্ট কর্মীদের জন্য ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে মালিকপক্ষ। বিশ্বকাপের শহর কাজানের ট্যুরিজম কমিটির প্রধান দারিয়া বলেছেন, ‘অতিথিকে আপ্যায়ন করাটা আমাদের রক্তে মিশে আছে।’ দেখা যাক, রাশিয়ানরা কতটা অতিথি পরায়ণ! বিশ্বকাপটা নিরাপদে আয়োজন করাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রুশদের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর