মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিরোপায় চোখ হকি দলের

ক্রীড়া প্রতিবেদক

শিরোপায় চোখ হকি দলের

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে জাতীয় হকি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা —বাংলাদেশ প্রতিদিন

প্রায় ঝুলে গিয়েছিল হকি দলের এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নেওয়া। দলটির চার স্ট্যান্ডবাই খেলোয়াড়সহ পুরো স্কোয়াডের গভর্নমেন্ট অর্ডার (জিও) না পাওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। তবে জিও পাওয়ায় সমস্যার সমাধান হয়ে গেছে এবং আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান উড়ে যাচ্ছে বাংলাদেশ হকি দল। ওমান যাওয়ার আগে গতকাল রাসেল মাহমুদ জিমিরা উপস্থিত ছিলেন জার্সি উন্মোচন অনুষ্ঠানে। সেখানে অধিনায়ক জিমি ও কোচ মাহাবুব হারুন দুজনেই একই টার্গেটের কথা বলেছেন। দুজনেই বলেছেন দলের টার্গেট চ্যাম্পিয়নশিপ এবং বাছাইপর্বে মূল প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ওমান। গেল বছর ঘরের মাঠে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ হয়েছিল হকি দল। স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুট আউটে হারিয়েছিল চীনকে। সেই আত্মবিশ্বাস নিয়েই হকি দল ওমান যাচ্ছে। বাংলাদেশের গ্রুপে খেলবে আফগানিস্তান, থাইল্যান্ড ও হংকং। এশিয়ান গেমসের স্বাগতিক ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায় বসবে এশিয়ান গেমস। গেমসে খেলবে এশিয়ার ১২ দেশ। এরমধ্যে দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলবে চূড়ান্তপর্বে। বাছাইপর্ব থেকে খেলবে বাকি ৫ দল। বাছাইপর্ব খেলার কথা ছিল ইন্দোনেশিয়ার। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি। তাই বাংলাদেশের গ্রুপে দলের সংখ্যা এখন চার। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে চারটি এবং পঞ্চম স্থানের দলটি চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বে অংশ নিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন জিমিরা। প্রথম ম্যাচ ৯ মার্চ আফগানিস্তান, ১০ মার্চ থাইল্যান্ড এবং ১২ মার্চ হংকংয়ের বিপক্ষে ম্যাচ। বাছাইপর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না হকি দল। যদিও কাজাখস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে হকি দলের। গতকাল জার্সি উন্মোচন অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখিতে অধিনায়ক জিমির কণ্ঠে প্রস্তুতি ম্যাচ না খেলার আক্ষেপের কথা বলেছেন, ‘বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তারপরও আমি মনে করি দলের অবস্থা বেশ ভালো।’ নতুন-পুরনোদের নিয়ে গড়া দল নিয়ে আশাবাদী অধিনায়ক, ‘আমাদের প্রস্তুতি খারাপ হয়নি। আমাদের দলটিও বেশ ভালো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করবো।’ বাংলাদেশ গ্রুপে একেবারে অপরিচিত দল আফগানিস্তান। দলটির হকি খেলার ইতিহাস জানা নেই কারও। তবে থাইল্যান্ড ও হংকং পুরনো দল। র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০। হংকং ৪৫ ও থাইল্যান্ডের অবস্থান ৪৭ নম্বরে। অতীত ইতিহাস ও শক্তিমত্তায় দল তিনটি থেকে বেশ এগিয়ে জিমিরা। এই আত্মবিশ্বাস নিয়েই খেলবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর