মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইনডোর স্টেডিয়ামের প্রতিশ্রুতি

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ইনডোর স্টেডিয়ামের প্রতিশ্রুতি

ভারোত্তোলন প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহে একটি আন্তর্জাতিকমানের ইনডোর স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। গতকাল বাংলাদেশ যুব গেমস্-২০১৮-এর যুব ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী দিনে তিনি বলেন, ‘বিজিবি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের সারা বছরই প্রশিক্ষণ করতে হয়। তাই ঢাকাকে কেন্দ্র না করে ময়মনসিংহকে করতে চাচ্ছি। এতে স্থানীয় ক্রীড়াবিদ ছাড়াও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদরাও অংশগ্রহণ করতে পারবে।’ যুব গেমসের কর্মসূচি হতে বাছাইকৃত তরুণ-তরুণীদের নিয়ে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় ময়মনসিংহে মাসব্যাপী প্রশিক্ষণ, প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী হয় গতকাল। প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এর আগে ভারোত্তোলন প্রদর্শন করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ বিদ্যুৎ কুমার রায় ও ৭৬ বছর বয়সি বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দেশের আন্তর্জাতিক ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, শাহরিয়ার সুলতানা সুচি, ফিরোজা পারভীন, মাবিয়া আক্তার সীমান্ত, ময়না, সাথী, রেশমা, নিশি, ফুলপতি চাকমা, সানজিদা আক্তার আলো, ফিরোজ মাহমুদ ও প্রদীপ চন্দ্র দাস।

সর্বশেষ খবর