মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শিরোপার পথে ম্যানসিটি

ক্রীড়া প্রতিবেদক

দিন যত গড়াচ্ছে, ততই শিরোপা জয়ের উৎসবের মুহূর্তের কাছে চলে আসছে ম্যানচেস্টার সিটির সমর্থকরা। ম্যান সিটির সমর্থকের ক্ষণ গণনা শুরু করেছে শিরোপা জয়ের। যদিও ৯ খেলা বাকি। কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল লিভারপুলের চেয়ে এগিয়ে ১৮ পয়েন্ট। লিগ শেষে ব্যবধানটা কত হবে, সেটা এখন ফুটবল বিশেষজ্ঞরা ভাবতে শুরু করেছেন। লিগে ৯ ম্যাচে ৪ জয় পেলেই পেপ গার্ডিওলার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম শিরোপা জিতবে ম্যান সিটি। বিশ্বের সবচেয়ে জমজমাট লিগের শিরোপা জয়ের লড়াই এখন এক তরফা। পরশু রাতে একচেটিয়া ফুটবল খেলে আরেক জায়ান্ট চেলসিকে হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের ফল দেখে মনে হবে সমানে সমানে লড়াই হয়েছে। কিন্তু গার্ডিওয়ালার ম্যান সিটির পায়ে বল ছিল ৭২ শতাংশ। গোল মিস করেছে পাঁচটি। এই জয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ২৯ ম্যাচে ২৫ জয়ে ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬০। পাঁচ নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৫৩। ইত্তিহাদ মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজের করে নেয় ম্যান সিটি। বিপরীতে একটি পয়েন্ট আদায়ে মরিয়া অ্যান্তোনিও কন্তের চেলসি খেলতে থাকে রক্ষণাত্মক মেজাজে। রক্ষণাত্মক মেজাজে খেলে প্রথমার্ধে আটকে রাখে ম্যান সিটিকে। তবে প্রথমার্ধের সেরা সুযোগ নষ্ট হয় ২৮ মিনিটে।  কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিকে পাওয়া বল ধরে শট নেন লেরয় সান। সানের শট চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে গোললাইন অতিক্রমের মুহূর্তে বাঁচিয়ে দেন সিজার আসপিলিকুয়েতা। ফলে প্রথমার্ধে আর গোল হয়নি। এগিয়েও যাওয়া হয়নি স্বাগতিক ম্যান সিটির। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় গার্ডিওলা বাহিনী। দ্বিতীয়ার্ধ শুরুর ৩৫ সেকেন্ডেই দলকে উৎসবে মাতান পর্তুগিজ স্ট্রাইকার বার্নার্দো সিলভা। চেলসির ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের কাছ থেকে বল কেড়ে নেন সার্জিও আগুইরো। এরপর আগুইরো বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভাকে। সিলভা বাঁ প্রান্ত থেকে ক্রস করেন, তাতে টোকা দিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন বার্নার্দো (১-০)।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর