বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

রাজকীয় হোটেল

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। দলে তারকার অভাব নেই। বিশ্বকাপের এক নম্বর ফেবারিট। এমন দলের জন্য সম্ভাব্য সেরা ব্যবস্থাই করবে আয়োজকরা। এটা ধরেই নেওয়া হয়েছিল। তবে তাই বলে রাজকীয় প্রাসাদ! নেইমারদের জন্য রাশিয়া বিশ্বকাপে রাজকীয় হোটেলেরই ব্যবস্থা করছে আয়োজকরা। ‘সোচি ক্যামেলিয়া’ হোটেলে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্প হতে যাচ্ছে। যোসেফ স্ট্যালিন যুগে তৈরি এই রাজকীয় হোটেলে মূলত কমিউনিস্ট দলের বড় বড় নেতারা ছুটি কাটাতে যেতেন। সাবেক সোভিয়েত রাশিয়ার নেতা স্ট্যালিনেরও ছুটি কাটানোর প্রিয় স্থান ছিল ‘সোচি ক্যামেলিয়া’। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই হোটেলে নেইমারদের আরাম-আয়েশের সব ধরনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন হোটেলের ম্যানেজার গ্রেগরি। কঠোর নিরাপত্তার কারণে এই হোটেলে সাধারণ ভক্ত দূরে থাক, সাংবাদিকরাও পৌঁছতে পারবেন না।

রাশিয়ার নিমন্ত্রণ

বিশ্বকাপের খুব একটা দেরি নেই। মাত্র ৯৯ দিন। তবে এই কটা দিনও যেন আর যেতে চায় না। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন, কখন শুরু হবে বিশ্বকাপ। এজন্য রাশিয়ারও যেন প্রস্তুতির কোনো শেষ নেই। সবদিক সুন্দর করে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় তারা। রাশিয়ান ফুটবল দলের কোচ স্ট্যানিসলাস চের্চেসভ ফুটবল ভক্তদের রাশিয়ায় দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা খোলা মন নিয়ে রাশিয়ায় আসুন। এক সুন্দর রাশিয়াকে দেখতে পাবেন।’ তার মতে, রাশিয়ার পাহাড়গুলোতে বেড়াতে যাওয়া উচিত। বরফের রাজ্যে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখার প্রলোভন দিয়েছেন তিনি। অনুরোধ জানিয়েছেন মস্কোর বিখ্যাত স্থানগুলো ঘুরে দেখতে। ক্রেমলিন, রেড স্কয়ার, বলসই থিয়েটার ইত্যাদি। রাশিয়ার মানুষের এক নতুন রূপ ধরা পড়বে বলে জানিয়েছেন চের্চেসভ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর