শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আফগানদের স্বপ্নভঙ্গ!

ক্রীড়া প্রতিবেদক

কাগজে-কলমে আফগানিস্তানের খুব সামান্য একটা সুযোগ আছে বটে! শেষ ম্যাচে যদি আফগানরা বিশাল ব্যবধানে হারাতে পারেন এবং সেই নেপালের কাছেই যদি আবার বিশাল ব্যবধানে হংকং হারে তাহলেই কেবল ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে খেলার টিকিট মিলবে আফগানদের। এটা যে এখন অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়, তা বলার অপেক্ষা রাখে না! বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম তিন ম্যাচেই হেরে গেছে আফগানিস্তান। ‘বি’ গ্রুপে তারা এখন চার নম্বর দল। এই গ্রুপ থেকে প্লে-অফে সুযোগ পাবে প্রথম তিন দল। আর দুই গ্রুপ থেকে তিন দল করে নিয়ে ৬ দলের মধ্যে হবে প্লে-অফ। তাদের মধ্যে থেকে দুই দল ২০১৯ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আফগানরা তো প্লে-অফে খেলার সুযোগই পাচ্ছে না! তারা প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গেছে ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে মাত্র ২ রানে হেরে গেছে জিম্বাবুয়ের কাছে। তৃতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছে ৩০ রানের ব্যবধানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর