সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রথম সোনা লিমনের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম সোনা লিমনের

জমকালো উদ্বোধন হয়েছে যুব গেমসের। গতকাল শুরু হয়েছে সোনার লড়াই। গেমসে প্রথম সোনা এসেছে শুটিং থেকে। প্রথম সোনা জিতেছেন পাবনার শুটার মেহেদী হাসান লিমন। সাঁতারে সুইমিং পুলে ঝড় তুলে একাই ৩টি সোনা জিতেছেন ঢাকা বিভাগের আরিফুল ইসলাম। খুলনা বিভাগের সুম্মা খাতুন জিতেছেন দুটি সোনা।

শুটিং ডিসিপ্লিনে গতকাল ৬টি ইভেন্টে সোনার নিষ্পত্তি হয়েছে। পাবনার লিমন .১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেলে ২৪৭ স্কোর গড়ে সোনা জিতেন। মেয়েদের একই ইভেন্টে সোনা জিতেন পিরোজপুরের জিন্নাত কবির সূচনা। তরুণদের .১৭৭ ম্যাচ এয়ার পিস্তলে নেত্রকোনার শেখ শাহজালাল সাদমান, মেয়েদের নিলুফার ইয়াসমিন, তরুণদের .১৭৭ ম্যাচ এয়ার রাইফেলে কিশোরগঞ্জের সাকিবুল আলম আল-আমিন, মেয়েদের কুষ্টিয়ার ফারবিন চৌধুরী রিথীকা সোনা জিতেন। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে তিনটি সোনা জিতেছেন ঢাকা বিভাগের আরিফুল। বালিকা বিভাগে দুটি সোনা জিতেছেন সুম্মা খাতুন। আরিফ সোনা জিতেন ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ১০০ মিটার ফ্রি স্টাইলে। সুম্মা সোনা জিতেছেন ৫০ মিটারের ফ্রি স্টাইল ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর