বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ম্যানইউর বিদায়, কোয়ার্টারে সেভিয়া

ক্রীড়া ডেস্ক

ম্যানইউর বিদায়, কোয়ার্টারে সেভিয়া

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ ৬০ বছর পর ইউরোপিয়ান ফুটবলে এলিটদের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশ ক্লাব সেভিয়া। ১৯৫৭-৫৮ মৌসুমের পর এই টুর্নামেন্টে আর কোয়ার্টার ফাইনালে উঠেনি তারা। অন্যদিকে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্ককে পেছনে ফেলে শেষ আটে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে হোসে মরিনহোর দল ম্যানইউকে ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে হারায় সেভিয়া। ইংল্যান্ডের মাটিতে এটাই তাদের প্রথম জয়। সেভিয়ার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। ওল্ড ট্র্যাফোর্ডে উইসাম বেন ইয়েডার ৭৪ ও ৭৮তম মিনিটে গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন। রোমেলু লুকাকো ৮৪তম মিনিটে একটা গোল করলেও ম্যানইউর পতন ঠেকাতে পারেননি। অন্য ম্যাচে নিজেদের মাঠে শাখতার ডনেস্ককে ১-০ গোলে হারিয়েছে রোমা। ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল ইতালির দলটি। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল শাখতার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হলেও অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার নিশ্চিত হলো রোমার। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গত দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, গতবারের রানার্সআপ জুভেন্টাস, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ খবর