রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আশরাফুলের চোখে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আশরাফুলের চোখে এগিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় ২ উইকেটে জিতে আজ নিদাহাস টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। পারফরম্যান্সের বিচারে টুর্নামেন্টের ফেবারিট ভারত। তারপরও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল সম্ভাবনা দেখছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া উচিত মনে করেন তিনি। 

আজকের ফাইনাল নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘খাতা-কলমে ফেবারিট ভারত। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে যে ক্রিকেট খেলেছে বাংলাদেশ, সেটা যদি খেলতে পারে, তাহলে জিতবে।’ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই সমানে সমান লড়াই করেছে সেটা নয়। তবে আজকের ম্যাচে টাইগারদের অন্যরূপে দেখা যাবে বলে বিশ্বাস আশরাফুলের, ‘ভারতের বিপক্ষে জিততে হলে কোনো একজন ব্যাটসম্যানকে স্পেশাল কিছু করতে হবে। যেমনটা করেছেন মাহমুদুল্লাহ। শুধু ব্যাটসম্যানকে নয়, বোলারদেরও খুব ভালো বোলিং করতে হবে। কারণ, ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। শ্রীলঙ্কা ম্যাচে যেমন বোলিং করেছে, সে রকম করতে পারলেই হবে।’ ম্যাচে ১৬০-১৭০ রানকে নির্ভরযোগ্য স্কোর বললেন সাবেক অধিনায়ক, ‘ভারতের দুজন স্পিনার ওয়াশিংটন সুন্দর ও চাহাল। দুজনকে ভালো খেলতে পারলে আমি মনে করি ১৬০-১৭০ রান জেতার মতো স্কোর।’ শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ রান তাড়া করে। প্রথম মুখোমুখিতে ২১৫ রান তাড়া করে জিতেছিল। দ্বিতীয়টি জিতল ১৬০ রান তাড়া করে। তাই আশরাফুল মনে করেন, টস জিতে রানা তাড়া করা সহজ হবে, ‘খেয়াল করলে দেখবেন, দ্বিতীয় সেসনে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা একটু সহজ। একটি টার্গেট তাড়া করলে পরিকল্পিত ক্রিকেট খেলা যায়। তাই আমি মনে করি, টস জিতলে ফিল্ডিং করা উচিত।’

সর্বশেষ খবর